Select Page
২০০৮-০৩-০৮
আন্তর্জাতিক নারী দিবস-২০০৮

গণতন্ত্রের পূর্নাঙ্গ বাস্তবায়ন ও নারীর ক্ষমতায়ন চাই ।

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারী অধিকার প্রতিষ্ঠার মূলে দিবসটির অবদান অপরিসীম। সারা বিশ্বের নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য এই দিনটি মাইলফলক। ১৮৫৭ সালের ৮ মার্চ নিউইয়র্ক শহরের সেলাই কারখানার নারী শ্রমিকদের অমানবিক ও বিপজ্জনক কর্ম পরিবেশ, দৈনিক বারো ঘণ্টা কাজ ও স্বল্প মজুরির বিরুদ্ধে প্রতিবাদ এবং পরবর্তী সময়ে বিভিন্ন নারী অধিকার আন্দোলনের ধারাবাহিকতাকে কেন্দ্র করে ১৯১০ সালে জার্মান সমাজতান্ত্রিক আন্দোলনের নেত্রী ক্লারা জেটকিন এর প্রস্তাবে দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয় এ দিবসটি। ১৯৯১ সাল থেকে প্রতি বছর বিভিন্ন মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটি একটি নির্দিষ্ট বিষয়কে প্রতিপাদ্য করে ব্যাপকভাবে দিবসটি পালন করে আসছে। এবারের প্রতিপাদ্য বিষয় ”গণতন্ত্রের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও নারীর ক্ষমতায়ন চাই।”

গণতন্ত্র এমন একটি শাসনব্যবস্থা যেখানে জনগণই সকল ক্ষমতার উৎস। এই ব্যবস্থা জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলের অংশগ্রহণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। কিন্তু আমাদের দেশে একমাত্র ভোটাধিকার ছাড়া জনগণের গণতন্ত্র চর্চার আর কোন সুযোগ নেই। সেজন্য গণতন্ত্র কখনোই প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি।
আমরা একটি স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম- গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, নারীর ক্ষমতায়ন হবে। কিন্তু স্বাধীনতার পরেও গণতন্ত্র প্রতিষ্ঠা যেমন বাধাগ্রস্থ হয়েছে, তেমনি নারীর ক্ষমতায়নের পথে রক্ষণশীল সমাজ-সংস্কৃতি ভাবনা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশের সংবিধানের ৭(১) অনুচ্ছেদে রয়েছে, ”প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ।” কিন্তু আমাদের গণতান্ত্রিক কাঠামোর প্রতিটি পর্যায়ে নারী বৈষম্যের শিকার। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের অধিকাংশ জনগণই, বিশেষ করে নারীরা শিক্ষা থেকে বঞ্চিত। শিক্ষার আলো ও প্রয়োজনীয় তথ্য থেকে বঞ্চিত বলে নারীর মানবাধিকার বিষয়ক ধারণাটিও অস্বচ্ছ। পরিবারে নারীর অধিকার সীমিত, সমাজে তার ভূমিকার স্বীকৃতি নেই, রাষ্ট্রীয় পর্যায়ে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ অত্যন্ত দুর্বল ও ধীর। ফলে স্থানীয় সরকার, জাতীয় সংসদ ও প্রশাসনে নারীর উপস্থিতি স্বাধীনতার ৩৭ বছর পরেও আনুপাতিকহারে তেমন বাড়েনি। জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কমিটিতে নারীর অংশগ্রহণ নগণ্য। নারী প্রতিনিধিত্বের জন্য সাধারণত একটি বিশেষ পদ তৈরি করা হয়। অন্যান্য পদেও যে নারীরা আসীন হতে পারে সে বিষয়টি প্রায়শই উপেক্ষা করা হয়। রাজনৈতিক দলগুলো নারীকে এখনো মহিলা বিষয়ক সম্পাদক বা কমন রুম সম্পাদক হিসেবে দেখতে পছন্দ করে, যা মূলধারার রাজনীতিতে নারীর প্রবেশে অচলায়তন তৈরি করেছে। দেশের প্রধান দুটি দলের নেতৃত্বে নারী থাকলেও, নারী নেতৃত্বের বিকাশ ঘটাতে তারা কোন ভূমিকা রাখেন নি। ভোট কেন্দ্রে নিরাপত্তার অভাব নারী ভোটারদের বিশেষভাবে নিরম্নৎসাহিত করে। তদুপরি নারীরা নির্যাতনের শিকার হচ্ছে-কখনো ভোট দেবার অপরাধে, কখনো ভোট না দিতে যাবার অপরাধে কিংবা নিজ মতামত প্রকাশের অপরাধে।

মানবাধিকারের ধারণাকে ভিত্তি করে প্রতিষ্ঠিত হতে হবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, যেখানে নারী পাবে স্বাধীনভাবে চলাফেরা ও মত প্রকাশের অধিকার। এজন্য একদিকে নারীকে যেমন সাহসী এবং অধিকার চর্চার পরিবেশ সৃষ্টির জন্য সংগ্রামী হতে হবে, তেমনি অপরদিকে গণতন্ত্রের পূর্ণ বাস্তবায়ন, আইনের শাসন, নারীর জন্য পর্যাপ্ত ও কার্যকর পদক্ষেপ এবং সুযোগ গ্রহণে রাষ্ট্রকে হতে হবে আমত্মরিক ও উদ্যোগী। এই কাজটিকে সহজতর করা সম্ভব শাসনব্যবস্থা বিকেন্দ্রীকরণের মাধ্যমে সকল স্তরের জনগণের, বিশেষ করে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করে।
আমাদের দাবি:
১. সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি ক্ষেত্রে নারীকে অগ্রাধিকারের ভিত্তিতে সম্পৃক্ত করতে হবে যাতে নারীদের অবস্থা ও অবস্থান উন্নয়নের জন্য নারীরাই সিদ্ধান্ত নিতে পারে।
২. জাতীয় নারী উন্নয়ন নীতিমালা – ১৯৯৭ এর পূর্ণ বাস্তবায়ন করতে হবে।
৩. শুধুমাত্র স্থানীয় সরকার কমিটি ও সংসদে নারীর প্রতিনিধিত্ব নয়-প্রশাসনেও নারীর অংশগ্রহণ থাকতে হবে।
আমাদের করণীয়:
১. জাতীয় জীবনের সর্বত্র নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং সেই লক্ষে যার যার নিজস্ব অবস্থান থেকে কাজ করতে হবে।
২. অধিকার আদায়ের জন্য নারীদের সাহসী ও সংগঠিত হতে হবে।

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটি
নারীপক্ষ
 র‌্যাংগস নীলু স্কোয়ার (৫ম তলা), সড়ক- ৫/এ, বাড়ী- ৭৫, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা-১২০৯, বাংলাদেশ।
জিপিও বক্স-৭২৩, ঢাকা-১০০০, ফোন : ৮৮০-২-৮১১৯৯১৭, ৮১৫৩৯৬৭, ফ্যাক্স : ৮৮০-২-৮১১৬১৪৮
ই-মেইল : naripokkho@gmail.com, ওয়েব : www.naripokkho.org.bd

Pin It on Pinterest

Share This