২৩ আশ্বিন ১৪৩১/৮ অক্টোবর ২০২৪
হিন্দু ধর্মাবলম্বীদের সর্বজনীন শারদীয় উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিনড়ব স্থানে প্রতিমা ও মন্দির ভাঙচূরের
ঘটনা ঘটছে। অনেক স্থানে পূজা না করতে দেওয়ারও হুমকি আসছে, ফলে এদেশের হিন্দু সম্প্রদায় ভীষণভাবে
উদ্বিগ্ন এবং তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এই পরিস্থিতি কেবল কোনো একটি ধর্মাবলম্বীদের নিরাপত্তা
বা নাগরিক অধিকারের উপর আঘাতই নয়, এটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশের উপর আঘাত ও
চরম অবমাননাকর।
আগামী ৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজা, লক্ষী পূজা ও শ্যামা
পূজা। সর্বজনীন এই উৎসবগুলো যাতে নির্বিঘেড়ব ও নিরাপদে উদ্যাপন করা যায় এবং দেশে যাতে কোনো রকম
ধর্মীয় উন্মাদনা সৃষ্টি বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কোনো ঘটনা না ঘটে তারজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি
জানাচ্ছে নারীপক্ষ। এছাড়া, প্রতিটি জেলায় একটি দায়িত্বশীল ও কার্যকর পর্যবেক্ষণ দল এবং জেলাভিত্তিক
হেল্পলাইন সেবা চালু করা ও তা প্রচারেরও দাবি জানাচ্ছে।
উল্লেখ্য, এ বিষয়ে নারীপক্ষ ইতোমধ্যে মাননীয় উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ
(আইজিপি)-কে চিঠি দিয়েছে। এছাড়া ‘দুর্বার নেটওয়ার্ক’- এর মাধ্যমে সকল জেলা প্রশাসককেও চিঠি দেয়া
হচ্ছে।
বার্তা প্রেরক,
সাফিয়া আজীম
আন্দোলন সম্পাদক