আন্তর্জাতিক নারী দিবস এবং নারীপক্ষ’র ৪০ বছর পূর্তি ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে উপলক্ষে আজ শুক্রবার ২৪
ফাল্গুন ১৪৩০/৮ মার্চ ২০২৪, ধানমন্ডি লেক এলাকার রবীন্দ্র সরোবরে বিকেল ৪:৩০ থেকে রাত ৮টা পর্যন্ত “মোরা
আকাশের মতো বাধাহীন” নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করে।
উক্ত অনুষ্ঠানের শুরুতে বাদ্যযন্ত্রের মাধ্যমে আওয়াজ তোলে ঐক্যতান। আহবান ও ঘোষণাপত্র পাঠ করেন মনীষা
মজুমদার, উর্দ্ধতন ডকুমেন্টেশন কর্মকর্তা, নারীপক্ষ। এরপর তাকদুম তাকদুম বাজাই……. গান পরিবেশন করেন
ঐক্যতান, এছাড়াও নারীপক্ষ’র সদস্য ও বন্ধুগণ প্যালেষ্টাইন বিষয়ক লেখা পাঠ করেন রেহানা সামদানী,
কোষাধ্যক্ষ-নারীপক্ষ। এরপর গান পরিবেশন করেন, আমার প্রতিবাদের ভাষা…….ঐক্যতান। এরপর গান
পরিবেশন করেন কাঙ্গালিনী সুফিয়া। সবশেষে গান পরিবেশন করেন চিরকুট। কামরুন নাহার, সদস্য, নারীপক্ষ
তিনি ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠান শেষ করেন।
উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে নারীপক্ষ’র সাথে যুক্ত বিভিন্ন সংগঠনের প্রদিনিধি, বন্ধু ও সাধারণ জনগণসহ প্রায় ৫০০০ দর্শক
অংশগ্রহণ করেন।