Select Page
২০২৩-০৪-১২
বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের জনস্বাস্থ্য আন্দোলনের পুরোধা ডা. জাফরুল্লাহ চৌধুরী এর মৃত্যুতে নারীপক্ষ গভীরভাবে শোকাহত

২৯ বৈশাখ ১৪২৯/১২ এপ্রিল ২০২৩

বাংলাদেশের ইতিহাসে, বিশেষকরে মুক্তিযুদ্ধ চলাকালে এবং যুদ্ধোত্তর বাংলাদেশে চিকিৎসাসেবা ক্ষেত্রের এক কিংবদন্তী, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের জনস্বাস্থ্য আন্দোলনের পুরোধা, নারীপক্ষ’র একজন একান্ত বন্ধু ও শুভানুধ্যায়ী ডা. জাফরুল্লাহ চৌধুরী এর মৃত্যুতে নারীপক্ষ’র সকল সদস্য ও কর্মীর পক্ষ থেকে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রত্যেকের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করছি।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য কেন্দ্র স্বাধীন বাংলাদেশে প্রথম স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল, বর্তমানে যার পরিধি ও ব্যাপ্তি অনেক বিশাল। এদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে জনবান্ধব এবং চিকিৎসাসেবাকে স্বল্প আয়ের সাধারণ মানুষের জন্য সহজলভ্য করতে ডা. জাফরুল্লাহ চৌধুরী জীবনের শেষ মুহূতৃ পর্যন্ত লড়াই করে গেছেন। কেবল চিকিৎসা ক্ষেত্রে নয়, সাধারণ মানুষের রাজনৈতিক ও নাগরিক অধিকার নিয়েও তিনি ছিলেন স্বোচ্চার।

ডা. জাফরুল্লাহ চৌধুরী ঢাকার ধানমন্ডিতে তাঁরই প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ১১ এপ্রিল ২০২৩, রাত ১০:৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অত্যন্ত স্পষ্টভাষী, সদা-সর্বদা উচ্চশির এই মানুষটির চলে যাওয়া সমগ্র দেশের জন্য যেমন ক্ষতির তেমনি আমাদের জন্যও অত্যন্ত বেদনার ও ক্ষতির।

আমরা আরও একবার তাঁকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

বার্তা প্রেরক,
রেহানা সামদানী
প্রচার সম্পাদক, নারীপক্ষ।

Pin It on Pinterest

Share This