স্মারক নং- না.প. ০২/২০১৩-
৩০ মাঘ ১৪১৯/১২ ফেব্রুয়ারি ২০১৩
বিষয়: মানবাধিকার কর্মী অপহরণ এবং অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার না হওয়ার প্রতিবাদ।
সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন “আইন ও সালিশ কেন্দ্র” এর নারী মানবাধিকার কর্মী অপহৃত হওয়ার ঘটনায় আমরা ভীষণভাবে উদ্ধিগ্ন। নারীপক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
আমরা আরো ক্ষুব্ধ, সংশ্লিষ্ট কর্মীকে উদ্ধারের পর বেশ কিছু দিন অতিবাহিত হওয়ার পরও অপহরণকারী নূর মোহাম্মদ চৌধুরী পুলিশের ছত্রছায়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা অতিসত্তর অভিযুক্ত নূর মোহাম্মদসহ তার সহযোগী জুবায়েদ ও রাজুকে গ্রেপ্তার করে সত্বর বিচারের আওতায় নেবার জোর দাবি জানাচ্ছি।
আমরা বিশ্বাস করি, বর্তমান সরকার নারীর নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে।
আমরা আশা করি, সরকার ও পুলিশ প্রশাসন নারীর নিরাপত্তা নিশ্চিত করতে জোর তৎপর হবে। সেই সাথে এটাও আশাকরি, দেশের সকল বেসরকারী সংগঠন নিজ নিজ নারী কর্মীর নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেবেন ।
ধন্যবাদসহ,
রওশন আরা
আন্দোলন সম্পাদক