স্মারক নং- না.প. ০৩/২০১৩- ৮০
২২ ফাল্গুন ১৪১৯
৬ মার্চ ২০১৩
বিবৃতি
জামাত শিবিরের সহিংসতা, সংখ্যালঘুদের উপর আক্রমণ ও পুলিশি নির্যাতনের প্রতিবাদ
সম্প্রতি সারা দেশে সংঘটিত সহিংসতা, নাশকতা ও নৈরাজ্যকর পরিস্থিতিতে আমরা শঙ্কিত ও উদ্বিগ্ন। এইসকল ঘটনায় শতাধিক মানুষের প্রাণ হানিতে আমরা ব্যথিত।
আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে দেশের যে কোন সঙ্কটে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষত হিন্দু সম্প্রদায় এর উপর সহিংস আক্রমণ হয়, তাদের জান-মালের নিরাপত্তা থাকেনা। বর্তমানে জামাত-শিবিরের তাণ্ডব, বিশেষত হিন্দু সম্প্রদায়ের ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরের উপর আক্রমণ ও আটজন পুলিশ হত্যার তীব্র নিন্দা করছি। সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক বিক্ষোভকারীদের উপর সরাসরি তাজা গুলি চলিয়ে মানুষ হত্যার নিন্দা জানাচ্ছি। পরিস্থিতি মোকাবিলায় সরকারের ন্যুনতম পূর্ব-প্রস্তুতি ছিল না বলে প্রতীয়মান ফলে দেশের মানুষের জান-মাল রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ।
সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। সেই সাথে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকল পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি।
বার্তা প্রেরক
রওশন আরা
আন্দোলন সম্পাদক