Select Page
২০১৪-০৩-১২
দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নারীপক্ষ’র পাঠাগারে পাওয়া যাচ্ছে ব্রেইল পদ্ধতির বই ও সিডি।

২৮ ফাল্গুন ১৪২০/১২ মার্চ ২০১৪

সংবাদ বিজ্ঞপ্তি

বিষয়: দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নারীপক্ষ’র পাঠাগারে পাওয়া যাচ্ছে ব্রেইল পদ্ধতির বই ও সিডি।

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, নাজিয়া জাবীনের উদ্যোগে ‘স্পর্শ ব্রেইল প্রকাশনা’ কর্তৃক প্রকাশিত ব্রেইল পদ্ধতির ৯টি বই ও ১টি অডিও বুক এখন নারীপক্ষ’র নিজস্ব পাঠাগারে সংরক্ষিত আছে, যা পাঠের মধ্য দিয়ে আমাদের দৃষ্টি প্রতিবন্ধীরা পেতে পারেন দেশের প্রথিতযশা কবি-সাহিত্যিকদের লেখা গল্প-উপন্যাস-ছড়া কবিতার স্বাদ। এই বইগুলো পাঠের জন্য পাঠাগার খোলা থাকছে প্রতি সপ্তাহের শনিবার থেকে বুধবার, সকাল ১০টা-সন্ধ্যা ৬টা।

প্রয়োজনে যোগাযোগ:
রোকেয়া বেগম, ফোন: ৮৮০-২-৮১১৯৯১৭, ৮১৫৩৯৬৭


ফেরদৌসী আখতার
প্রচার সম্পাদক
নারীপক্ষ নারীপক্ষ।

ব্রেইল পদ্ধতির (স্পাইরাল) বই ৯টি
১. এক সাগর রক্তের বিনিময়ে – নাজিয়া জাবীন
২. গল্পে গল্পে শেখা – নাজিয়া জাবীন
৩. ছড়ায় ভবন ভরিয়ে দেবো – লুৎফর রহমান রিটন
৪. ”সে” কোন্ রবীন্দ্রনাথ – মফিদুল হক
৫. কেঁদোর কান্ডকারখানা – এখলাসউদ্দিন আহমদ
৬. ”বিনির সাথে পুতুল বিয়ে” – নাজিয়া জাবীন
৭. ”আমার স্কুল” – ফয়েজ আহমদ
৮. নূরী কাহিনী – ফেরদৌসী মজুমদার
৯. কক্সবাজারের কাকাতুয়া – ফরিদুর রেজা সাগজ

সিডি ১টি (দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য অডিও বুক)
১. এক সাগর রক্তের বিনিময়ে – নাজিয়া জাবীন এবং আমি ও আইসক্রিম’অলা – ফরিদুর রেজা সগর

Pin It on Pinterest

Share This