স্মারক নং- না.প. ১১/২০১৪-২৭৮
১৫ অগ্রহায়ণ ১৪২০/২৯ নভেম্বর ২০১৪
প্রতিবাদ লিপি
বিষয়: মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান-এর বক্তব্যের প্রতিবাদ
অতি সম্প্রতি মহিলা ও শিশু বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান রেবেকা মোমেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ আয়োজিত সেমিনারে মন্তব্য করেছেন যে, ”নারীর অশালীন চলাফেরা ও পারিবারিক শৃঙ্খলা না থাকার কারণে দেশে ধর্ষণ এবং নির্যাতনের মাত্রা বেড়ে গেছে” আমরা এই বক্তব্যে তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাই এবং প্রত্যাহার করার দাবী জানাই। তাঁর এই ধরনের বক্তব্যে আমরা অত্যন্ত লজ্জিত এবং ক্ষুব্ধ।
বাংলাদেশে ১৮ মাস থেকে ৮ বছরের মেয়েটিও যে ধর্ষণের শিকার হয় তা অশালীন পোশাকের জন্য নয়। পশ্চিমা অনেক দেশেই নারীরা অত্যন্ত স্বল্প পোশাক পরে, বিকিনি পরে সমুদ্র বা রৌদ্রস্নান করে, তারা তাদের পোশাকের কারণে ধর্ষণের শিকার হয় না।
একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত একজন ব্যক্তির এ ধরনের বক্তব্য আমাদের জন্য লজ্জার ও অপমানের। তাঁর এই বক্তব্য ধর্ষণকারীদেরই উৎসাহিত করবে। আমরা তাঁর এই বক্তব্য প্রত্যাহার দাবী করছি।
বার্তা প্রেরক
ফিরদৌস আজীম
আন্দোলন সম্পাদক
নারীপক্ষ