স্মারক নং- না.প- ০৫/২০১৫- ১৩৮
২৯ বৈশাখ ১৪২২/১২ মে ২০১৫
প্রতিবাদ বিবৃতি
বিষয়: বর্ষবরণে যৌন নিপীড়নের প্রতিবাদকারীদের ওপর পুলিশি অত্যাচারের নিন্দা ও প্রতিবাদ
গত ২৭ বৈমাখ ১৪২২/১০ মে ২০১৫ ঢাকা মেট্রোপলিটান পুলিশ এর কার্যালয়ের সন্নিকটে বর্ষবরণে যৌন নিপীড়নের প্রতিবাদকারীদের ওপর পুলিশ বর্বরোচিত হামলা চালায়। পুলিশ ঐ কর্মসূচিতে অংশগ্রহণকারী নারীদের চুল ধরে টেনে-হিচড়ে, লাথি মেরে, পিটাতে পিটাতে নিয়ে যায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
উল্লেখ্য, ১ বৈশাখ ১৪২২/১৪ এপ্রিল ২০১৫, বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র এলাকায় নারীর ওপর যৌন আক্রমণকারীদের গ্রেফতার না করার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়নসহ বাম ছাত্রসংগঠনসমূহ এই কর্মসূচির আয়োজন করে।
পুলিশের চোখের সামনে যারা নারীদের ”যৌন আক্রমণ” করলো তাদের বিরুদ্ধে পুলিশ আজ অবধি কোন ব্যবস্থা নিল না, উল্টে যারা এর প্রতিবাদ করছে তাদেরকেই মারধর, গ্রেফতার ও হেনস্তা করছে; নারীদের লাঞ্ছনা করছে! তাহলে নারীদের ওপর যৌন আক্রমণকারী আর পুলিশের মধ্যে পার্থক্য কোথায়? পুলিশের এ হেন ”রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা” আমরা আগেও দেখেছি; যা পুরো পুলিশ বিভাগ তথা সমগ্র দেশের জন্য অত্যন্ত লজ্জা ও অপমানের। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় কি এখনো নীরব থাকবেন???
বার্তা প্রেরক
ফিরদৌস আজীম
আন্দোলন সম্পাদক
নারীপক্ষ