স্মারক নং- না.প. ০৫/২০১৫-১৪১
৩০ বৈশাখ ১৪২১/১৩ মে ২০১৫
প্রতিবাদ বিবৃতি
বিষয়: ১লা বৈশাখে নারীদের ওপর যৌন আক্রমণ প্রসঙ্গে পুলিশের মহা-পরিদর্শকের মন্তব্যের প্রতিবাদ ও প্রত্যাহার দাবি
পত্রিকান্তরে প্রকাশ যে, ১ বৈশাখ ১৪২২/১৪ এপ্রিল ২০১৫, বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় নারীদের ওপর যৌন আক্রমণের ঘটনায় পুলিশের নেওয়া ব্যবস্থা বিষয়ে পুলিশের মহা-পরিদর্শক মন্তব্য করেছেন, ”তিন-চারটা ছেলে দুষ্টামী করতাছে কেউ আগায়া আসল না…/ বাকী লোক তাকিয়ে দেখলো…/ পাবলিকই তাদের শায়েস্তা করতে পারত…/ এতে পুলিশের গ্রেফতার করা লাগত না….।” আমরা তার এই মন্তব্যে তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাই। পুলিশের মহা-পরিদর্শকের এ ধরনের মন্তব্য পুরো পুলিশ প্রশাসন এবং সরকারকে হেয় প্রতিপন্ন করেছে, যা সমগ্র জাতি ও দেশের জন্য লজ্জা ও অপমানের। আমরা পুলিশের মহা-পরিদর্শকে অবিলম্বে তার এই বক্তব্যের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ ও এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
বার্তা প্রেরক
ফিরদৌস আজীম
আন্দোলন সম্পাদক
নারীপক্ষ