Select Page
২০১৫-০৭-১৪
শিশু রাজন হত্যায় দুঃখ, ক্ষোভ ও আমাদের ব্যর্থতা

স্মারক নং- না.প. ০৭/২০১৫-২১১

৩০ আষাঢ় ১৪২২/১৪ জুলাই ২০১৫

বিবৃতি

বিষয়: শিশু রাজন হত্যায় দুঃখ, ক্ষোভ ও আমাদের ব্যর্থতা


গত ২৪ আষাঢ় ১৪২২/৮ জুলাই ২০১৫, সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ডে ১৩ বছর বয়সী শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার ঘটনা একটি নৃশংস অপরাধ। এই ঘটনায় আমাদের দুঃখ, ক্ষোভ ও আতঙ্ক প্রকাশের ভাষা নেই।

ঘটনার মূল হোতাসহ অভিযুক্ত এবং সন্দেহভাজন কয়েকজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে; এর জন্য আমরা সরকার ও সশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানাই। সেই সাথে প্রকৃত অপরাধীরা যাতে কোনভাবেই পার পেয়ে না যায় এবং নির্দোষ কেউ যেন কোনরূপ হয়রানি বা নির্যাতনের শিকার না হয় সে বিষয়ে সতর্ক থাকতে সকল মহলের দৃষ্টি আকর্ষণ করছি।

আমরা উদ্বিগ্ন যে, দিনের পর দিন দেশ জুড়ে ঘরে-বাইরে, এমনকি রাষ্ট্রীয় পর্যায় এ ধরনের নির্বিচার হত্যাকান্ড ঘটে চলেছে। ঘটনা ঘটাকালে অনেককে নীরব দর্শক হয়ে থাকতে দেখা যায়, ঠিক যেমনটা দেখা গেছে রাজন হত্যার ক্ষেত্রে! অপরদিকে এহেন অমানবিক ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে অনেকে দোষীর ফাঁসি বা বিনা বিচারে একই রকম নির্যাতনের মাধ্যমে মেরে ফেলার দাবি জানাচ্ছে, যা সহিংসতার সংস্কৃতিকেই সায় দেয়।

আমাদের সমাজে অমানবিক মূল্যবোধ ও আচরণের বিস্তার নিয়ে আমাদের আরো গভীর অনুসন্ধান করা প্রয়োজন। এই সংস্কৃতির বিস্তার রোধ ও মানবিক মূল্যবোধ বিকশিত করতে আমাদের প্রত্যেককে দায়িতব নিতে হবে।

বার্তা প্রেরক,

রীনা রায়
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ

Pin It on Pinterest

Share This