Select Page
২০১৫-০৮-১৯
সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেফতার-নির্যাতন-হয়রানির নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ

স্মারক নং- না.প. ০৮/২০১৫-২৪৩

৪ ভাদ্র ১৪২২/১৯ আগস্ট ২০১৫


প্রতিবাদ বিবৃতি

বিষয়: সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেফতার-নির্যাতন-হয়রানির নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ


সাংবাদিক, প্রকাশক প্রবীর সিকদারকে গ্রেফতার,নির্যাতন ও হয়রানির ঘটনায় আমরা উদ্বিগ্ন এবং শঙ্কিত। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। প্রবীর সিকদারের পক্ষে ফরিদপুরের আইনজীবীদের না দাঁড়ানোর ঘটনারও নিন্দা জানাচ্ছি। প্রবীর সিকদারের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও তার আইনী সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য আমরা সরকার, প্রশাসন ও সংশ্লিষ্ট সকল মহলের প্রতি দাবি জানাচ্ছি।

৭১ এর মুক্তিযুদ্ধে শহীদ পিতাসহ পরিবারের ১৪ জনকে হারানো, নিজে অঙ্গহানির শিকার, একটি স্বাধীন দেশের একজন স্বনামধন্য সাংবাদিক প্রবীর সিকদারকে কেবলমাত্র নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করে মতামত প্রকাশের কারণে যেভাবে প্রকাশ্যে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তারপরে তড়িঘড়ি রাতের অন্ধকারে ঢাকা থেকে ফরিদপুর কারাগারে নেওয়া, পুলিশী রিমান্ডে শারীরিক ও মানসিক নির্যাতন- আমাদের স্বাধীনতাকে আবারো ম্লান করেছে; পুরো জাতিকে লজ্জায় ফেলেছে। দেশে বাক স্বাধীনতা যে আজ কতটা বিপন্ন এই ঘটনা তার আরো একটি উদাহরণ।

পুলিশ-প্রশাসনের চরম উদাসীনতা, দুর্নীতি-অনিয়ম, দায়িত্ব-কর্তব্যে অবহেলা এবং সর্বোপরি বিচারহীনতার সুযোগে সারা দেশজুড়ে যখন প্রতিদিন অসংখ্য হত্যা-খুন-ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে তখন সাংবাদিক প্রবীর সিকদারের ক্ষেত্রে পুলিশের এই অতি-তৎপরতা আমাদেরকে বিস্মিত করে বৈকি! আমরা পুলিশ-প্রশাসন ও সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, দেশের প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে গ্রেফতার ও বিচার করার ক্ষেত্রে আপনাদের এই তৎপরতাটুকু দেখান, তাহলেই দেশ বাঁচবে, জনতা বাঁচবে, স্বাধীনতা প্রকৃত অর্থে মর্যাদা পাবে।

বার্তা প্রেরক

রীনা রায়
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ

Pin It on Pinterest

Share This