Select Page
২০১৫-০৩-২০
কালিহাতী হত্যাকান্ড ও নির্যাতনের বিচার দাব

স্মারক নং- না.প- ০৯/ ২০১৫- ২৫২

৫ আশ্বিন ১৪২২/২০ সেপ্টেম্বর ২০১৫

প্রতিবাদ বিবৃতি


বিষয়: কালিহাতী হত্যাকান্ড ও নির্যাতনের বিচার দাবি

সংবাদ মাধ্যমে প্রকাশ যে, ৩ আশ্বিন ১৪২২/১৮ সেপ্টেম্বর ২০১৫, টাঙ্গাইলের কালিহাতীতে একজন নারী ও তার ছেলের উপর বর্বরোচিত আক্রমণ ও নির্যাতনের ঘটনায় প্রতিবাদরত বিক্ষোভকারীদের উপর পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে। এতে  জন নিহত এবং ৫০জন আহত হয়েছেন। “সরকারী কাজে বাঁধা দেওয়ার” অজুহাতে কালীহাতি ও ঘাটাইল থানার দুইজন পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ০০/০০ এলাকাবাসীর বিরুদ্ধে হয়রানীমূলক মামলা করেছে। উক্ত নারী ও তার ছেলের নির্যাতনের ঘটনার তিন দিন পরও প্রশাসন কোন রকম পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসী বিক্ষুব্ধ হন।

সংবাদ মাধ্যমে আরো প্রকাশ যে এই ঘটনায় সাত জন পুলিশ সদস্যকে গতানুগতিক প্রত্যাহার করা হয়েছে এবং ঘটনা তদন্তে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে দুইটি তদন্ত কমিটিও করা হয়েছে। পুলিশ দ্বারা এমন বর্বরোচিত হত্যাকান্ডের তদন্তভার সংশ্লিষ্ট বিভাগ বা স্থানীয় প্রশাসনের উপর দেয়া মোটেও সমীচীন নয় এবং এদের দ্বারা সঠিক তদন্ত হবে কিনা সেই ব্যাপারে আমরা সন্দিহান।

এমন ভয়ংকর ঘটনার প্রেক্ষিতে আমরা সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ আশা করি এবং বিচার বিভাগীয় তদন্ত দাবী করছি।

বার্তা প্রেরক,

রীনা রায়
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ

Pin It on Pinterest

Share This