Select Page
২০১৫-১০-৩১
দেশব্যাপী বিরামহীন নারী ও শিশু হত্যা-ধর্ষণ-নির্যাতনের ঘটনায় আমরা ক্ষুব্ধ, উদ্বিগ্ন এবং মর্মাহত

স্মারক নং- না.প- ১০/২০১৫- ২৯৯

১৬ কার্তিক ১৪২২৩১ অক্টোবর ২০১৫


প্রতিবাদ বিবৃতি

বিষয়: দেশব্যাপী বিরামহীন নারী ও শিশু হত্যা-ধর্ষণ-নির্যাতনের ঘটনায় আমরা ক্ষুব্ধ, উদ্বিগ্ন এবং মর্মাহত


সারা দেশব্যাপী একের পর এক নারী ও শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে! দেশে আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সুযোগে অপরাধীরা বেপরোয়াভাবে একের পর এক এ ধরনের অপরাধ ঘটাচ্ছে। অতি সম্প্রতি প্রকাশিত হয়েছে নওগাঁয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী লাহরী খান কর্তৃক যৌতুকের দাবিতে স্ত্রী তাসনুবা রেজার ওপর নৃশংস নির্যাতনের ঘটনা। ডাক্তারী পরীক্ষায় নির্যাতন প্রমানিত হওয়া সত্তেও পুলিশ মামলা নিচ্ছে না! অভিযুক্ত বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে, সংবাদ সম্মেলন করে নিজের দোষ ঢাকছে, এমনকি স্ত্রীকে চরিত্রহীন প্রমান করবার চেষ্টা করছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে মামলা গ্রহণ করে জোর তদন্ত সাপেক্ষে অভিযুক্তকে বিচারের সম্মুখীন করার দাবি করছি।

বার্তা প্রেরক,

রীনা রায়
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ।

Pin It on Pinterest

Share This