Select Page
২০১৫-১২-০১
১৮ বছরের কম বয়সে মেয়েদের বিয়ের বিধান বহাল- নারী ও মানবাধিকার সংগঠন’ এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ

স্মারক নং- না.প. ১২/২০১৫-৩৩৭

১৭ অগ্রহায়ণ ১৪২২/১ ডিসেম্বর ২০১৫


সংবাদ বিজ্ঞপ্তি

১৮ বছরের কম বয়সে মেয়েদের বিয়ের বিধান বহাল- নারী ও মানবাধিকার সংগঠন এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ


‘‘পিতা-মাতা ও আদালতের সম্মতিতে ১৬ বয়সী কোন নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তিনি অপরিণত বয়স্ক বলে গণ্য হবে না’’– এই বিধান বহাল রেখেই বাল্যবিবাহ নিরোধ আইন পাশ করার সরকারি উদ্যোগে বিভিন্ন নারী সংগঠন ও মানবাধিকার সংগঠন তীব্র নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেন, ‘‘নারী আন্দোলনসহ সকল মহলের মতামত, নিন্দা ও প্রতিবাদ অগ্রাহ্য করে আইন মন্ত্রণালয় প্রায় এক বছরের মাথায় গত সপ্তাহে বাল্যবিবাহ নিরোধ আইন এ এই বিশেষ বিধান বহাল রেখেই খসড়াটি অনুমোদনের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। আমরা নারীর উপর সহিংসতা প্রতিরোধে বিভিন্ন নারী ও মানবাধিকার সংগঠন এর পক্ষ থেকে সরকারের এহেন অদূরদর্শী ও পশ্চাৎপদ উদ্যোগে অত্যন্ত ক্ষুব্ধ, উদ্বিগ্ন। আমরা এই উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এখনই এই উদ্যোগ বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সকল মহলের প্রতি আহ্বান জানচ্ছি। এই বিধান নারী অধিকার ও উন্নয়নের সাথে সাংঘর্র্ষিক, যা নারীর শারিরীক ও বুদ্ধিবৃত্তিক বিকাশকে শুধু বাধাগ্রস্থই করবে না বরং তার শিক্ষা ও অর্থনৈতিক অধিকারকে খর্ব করবে, যা বৃহত্তর অর্থে নারী উন্নয়ন ও সমাজের জন্য হুমকিস্বরূপ।’’
আজ ১ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার নারীপক্ষর নাসরীন হক সভাকক্ষ এ নারীপক্ষ আয়োজিত উক্ত সভায় অংশ নেয় নারীপক্ষ, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, ব্লাস্ট, আমরাই পারি, নাগরিক উদ্যোগ, কেয়ার বাংলাদেশ, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ঢাকা আহ্সানিয়া মিশন।

বার্তা প্রেরক,

রীনা রায়
আন্দোলন সম্পাদক
নারীপক্ষ

Pin It on Pinterest

Share This