স্মারক নং- না.প- ০২/২০১৬-৩১
২৭ মাঘ ১৪২২/৯ ফেব্রুয়ারি ২০১৬
প্রতিবাদ বিবৃতি
বিষয়: ছাত্রী হেনস্তাকারী পুলিশকে অব্যাহতি দিয়ে প্রতিবেদন দাখিল করায় আমরা হতবাক ও ক্ষুব্ধ
বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে হেনস্তা ও অশালীন আচরণকারী পুলিশ সদস্যকে অব্যাহতি দিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। পুলিশ দ্বারা সংঘটিত এই নারী নির্যাতনের ঘটনার তদন্তকারীও পুলিশ, যার ফলাফল এই পক্ষপাতদুষ্ট প্রতিবেদন। এই ঘটনায় আমরা হতবাক ও ক্ষুব্ধ।
গত ৩১ জানুয়ারি ২০১৬, মোহাম্মদপুরে আশা বেসরকারী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে হেনস্তা করার বহুল প্রচারিত এই ঘটনার অভিযুক্ত ব্যক্তি রাজধানীর আদাবর থানার এসআই রতন কুমার হালদার একজন পুলিশ সদস্য এবং ঘটনার তদন্ত করেছে তেজগাঁও বিভাগীয় পুলিশ। তদন্তে পক্ষপাতদুষ্টতা এবং বিচারহীনতার অপসংস্কৃতির ফলে সাধারণ মানুষের উপর পুলিশের অন্যায়, স্বেচ্ছাচার, বর্বরতা ও নির্যাতন-নিপীড়ন দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে।
সুতরাং আমরা দাবি করছি পুলিশ দ্বারা সংঘঠিত অপরাধের তদন্ত পুলিশ দিয়ে নয়, নিরপেক্ষ তদন্ত দ্বারা প্রকৃত সত্য উদঘাটন করে অভিযুক্ত ব্যক্তির বিচার করা হোক। সেই সাথে আমরা আশা করছি, এই অভিযোগ তদন্তের জন্য ডিএমপি’র পক্ষ থেকে গঠিত দল সকল পক্ষপাতিত্ব, দুর্বলতা ও অন্যায় প্রভাব-প্রতিপত্তির উর্দ্ধে থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়ক হবে।
বার্তা প্রেরক,
রীনা রায়
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ।