স্মারক নং- না.প- ০৩/২০১৬-৫৮
২২ ফাল্গুন ১৪২২/৫ মার্চ ২০১৬
প্রতিবাদ বিবৃতি
বিষয়: নৃত্যশিল্পীকে নাচ বন্ধ করতে হুমকি এবং তাঁর মাকে যৌন নির্যাতনের প্রতিবাদ ও দোষীর বিচার দাবি
নারী সর্বদাই নির্যাতন, সহিংসতা ও যৌন সন্ত্রাসের শিকার। দেশে আইনের শাসনের অভাব, দায়মুক্তির চর্চা এবং বিচারহীনতার অপসংস্কৃতির কারণে এর মাত্রা ও প্রকৃতি ভয়াবহ আকার ধারণ করেছে। তার আরো একটি উদাহরণ যশোরের কেশবপুরে নৃত্যশিল্পী আফরোজ জাহান এ্যানিকে নাচ করতে বাধা এবং নিষেধ না মানায় তাঁর মা শাহিদা বেগমের উপর নৃশংস যৌন নির্যাতন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অনতিবিলম্বে দোষীদের বিচারের সম্মুখীন করার জোর দাবি জানাচ্ছি। সেইসাথে সালিসের নামে ঘটনা ধামাচাপা দিতে এবং অভিযুক্ত যুবক বিল্লাল ও তার সঙ্গীদের আইনী ব্যবস্থা থেকে রেহাই পেতে সহযোগিতাকারী স্থানীয় জনপ্রতিনিধি মফিজুর রহমানেরও বিচার দাবি করছি।
দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা দেওয়া ও অধিকার রক্ষা সরকারের দায়িত্ব। অপরাধের বিচার নিশ্চিত সরকারকেই করতে হবে। তাই দোষীরা যাতে কোনভাবেই পার পেয়ে না যায় এবং এ ধরনের আর একটি ঘটনাও না ঘটে তার জন্য এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকার ও সংশ্লিষ্ট সকল মহলের দৃষ্টি আকর্ষণ করছি।
বার্তা প্রেরক
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন নারী, মানবাধিকার সংগঠন ও নৃত্যশিল্পীগোষ্ঠীর
পক্ষে,
রীনা রায়, আন্দোলন সম্পাদক, নারীপক্ষ
লুবনা মরিয়ম, আর্টিস্টিক ডিরেক্টর, সাধনা
নৃত্যযোগ, ওয়ার্- ড্যান্স এলায়েন্স- এশিয়া প্যাসিফিক এর বাংলাদেশ অংশ
আনিসুল ইসলাম হিরো, পরিচালক, সৃষ্টি কালচারাল সেন্টার
পূজা সেনগুপ্তা, আর্টিস্টিক ডিরেক্টর, তুরঙ্গমী
সারা হোসেন, সাম্মানিক পরিচালক, ব্লাস্ট
ঊর্মিমালা সরকার মুন্সি, এ্যাসোসিয়েট প্রফেসার, স্কুল অব আর্টস এ্যান্ড এ্যাসথেটিক্স, জওয়াহারহাল নেহেরু বিশ্ববিদ্যালয়, নয়াদিল্লী
হামিদা হোসেন এবং
হিউম্যান রাইটস ফোরাম।