Select Page
২০১৬-০৪-০৬
পহেলা বৈশাখের অনুষ্ঠানে বিধি-নিষেধ আরোপের প্রতিবাদ

স্মারক নং- না.প- ০৪/২০১৬-৯০

২৩ চৈত্র ১৪২২/৬ এপ্রিল ২০১৬

প্রতিবাদ বিবৃতি

বিষয়: পহেলা বৈশাখের অনুষ্ঠানে বিধি-নিষেধ আরোপের প্রতিবাদ

পহেলা বৈশাখের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে গত ৩ এপ্রিল ২০১৬ মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কর্তৃক জারিকৃত নির্দেশনায় আমরা ক্ষুব্ধ ও হতাশ। আমরা অবিলম্বে এই নির্দেশনা বাতিল করার দাবি জানাচ্ছি, তবে ভুভুজেলার উপর নিষেধের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। ভুভুজেলা কেবল শব্দ দূষণই করে না, গত ১লা বৈশাখের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের উপর যৌন আক্রমণকালে এই বাঁশীর শব্দে আক্রান্ত নারীর আর্তনাদ চাপা পড়েছিল।


বহুদিন ধরে স্বতঃস্ফূর্তভাবে এই দেশের মানুষ পহেলা বৈশাখের উৎসব পালন করছে। গত বছর ১লা বৈশাখের উৎসবে নারীদের উপর একাধিক যৌন আক্রমণের ঘটনার কোন অপরাধীকে এখন পর্যন্ত বিচারের সম্মুখীন করা হয়নি। নারী নাগরিকের প্রতি রাষ্ট্রের এই চরম ব্যর্থতা প্রতিকারে কোন প্রকার কার্যকর পদক্ষেপ না নিয়ে সাধারণ মানুষের উৎসবে-পার্বণে অংশগ্রহণের উপর বিধি-নিষেধ আরোপ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং নিন্দনীয়।

বার্তা প্রেরক

রীনা রায়
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ

Pin It on Pinterest

Share This