Select Page
২০১৬-০৭-৩০
শোকবার্তা – বীরাঙ্গনা চাইন্দাউ মারমা এর মৃত্যুতে শোক

স্মারক নং- না.প- ০৭/২০১৬-১৭৫

১৫ শ্রাবণ ১৪২৩/৩০ জুলাই ২০১৬

শোকবার্তা

বিষয়: বীরাঙ্গনা চাইন্দাউ মারমা এর মৃত্যুতে শোক


গতকাল শুক্রবার ১৪ শ্রাবণ ১৪২৩/২৯ জুলাই ২০১৬, বেলা ৩টায় নিজ গ্রাম খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ছলিপাড়ায় জীবনাবসান হলো বীরাঙ্গনা চাইন্দাউ মারমা’র। তাঁর মৃত্যুতে নারীপক্ষ গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ’৭১ এর মুক্তিযুদ্ধ চলাকালীন পাকসেনাদের দ্বারা ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার বীরাঙ্গনা চাইন্দাউ মারমা এর পরবর্তী প্রায় পঁয়তাল্লিশটি বছর চরম অবহেলা-অনাদর, তাচ্ছিল্ল-বিদ্রুপ, অনাহার, আশ্রয়হীনতা আর রোগ-শোকে কেটেছে। যে স্বাধীনতার জন্য তাঁর জীবনের এই পরিণতি সেই স্বাধীন বাংলাদেশে এক গ্লানিকর জীবন তাঁকে কাটাতে হলো!

অনেক বিলম্বে হলেও গত ২৯ জানুয়ারি ২০১৫ বীরাঙ্গনাদের “মুক্তিযোদ্ধা” স্বীকৃতি দিয়ে জাতীয় সংসদে আইন পাশ হয়। ৭ মার্চ ২০১৬ প্রজ্ঞাপন জারি করে প্রথম ধাপে ৪১ বীরাঙ্গনার গেজেট প্রকাশ করে জুলাই ২০১৫ থেকে তাঁদের ‘মুক্তিযোদ্ধা ভাতা’ প্রদান কার্যকর করার ঘোষণা দেওয়া হয়। পর্যায়ক্রমে সকল বীরাঙ্গনাকে এই তালিকাভুক্ত করারও ঘোষণা দেওয়া হয়। অত্যন্ত লজ্জা ও পরিতাপের বিষয় যে, এখনো পর্যন্ত এর কোনটিরই বাস্তবায়ন হয়নি! চাইন্দাউ মারমাও জীবদ্দশায় এই তালিকাভুক্ত হতে পারেননি। সেজন্য আমরা লজ্জিত ও তাঁর কাছে ক্ষমাপ্রার্থী।

নারীপক্ষ ‘৭১ এর যে নারীদের ভুলেছি’ কর্মসূচি’র আওতায় বন্ধু ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে অনুদান সংগ্রহ করে বিভিন্ন জেলায় বসবাসরত ২৩ জন বীরাঙ্গনাদের মাসিক ১২০০/- (বারোশত) টাকা করে নিয়মিত সম্মানী প্রদান করে আসছে। চাইন্দাউ মারমাকে নভেম্বর ২০১৪ থেকে এই কর্মসূচীর অন্তর্ভুক্ত করায় তাঁর আর্থিক কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে।

ইতিমধ্যে চাইন্দাউ মারমাসহ ৪ জন বীরাঙ্গনার মৃত্যু হয়েছে। সরকারপ্রধান ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে আমাদের জোর দাবি, অনতিবিলম্বে বীরাঙ্গনাদের সরকার ঘোষিত রাষ্ট্রিয় সম্মাননা ও সম্মানী প্রদানের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হোক।

বার্তা প্রেরক
পক্ষে,

রেহানা সামদানী
সভানেত্রী, নারীপক্ষ

Pin It on Pinterest

Share This