স্মারক নং- না.প- ০৯/২০১৬-২০৩
৪ আশ্বিন ১৪২৩/১৯ সেপ্টেম্বর ২০১৬
বিষয়: মাদারীপুরে স্কুলছাত্রী হত্যার ঘটনায় আমরা ক্ষুব্ধ ও উদ্বিগ্ন
গতকাল ৩ আশ্বিন ১৪২৩/১৮ সেপ্টেম্বর ২০১৬, মাদারীপুরের কালকিনি উপজেলায় নবগ্রাম এলাকায় স্কুলে যাওয়ার পথে নিতু মন্ডল (১৫) নামের এক ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে মিলন মন্ডল নামের এক স্থানীয় যুবক। যুবকটি অনেকদিন ধরেই নিতুকে উত্যক্ত করে আসছিল এবং এলাকায় সে বখাটে হিসেবেই পরিচিত। এই ঘটনায় আমরা ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। আমরা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং বিচার সমাপ্ত করার দাবি জানাই।
দেশে বিরাজমান বিচারহীনতা, দায়িত্ব-কর্তব্যে অবহেলা, উদাসীনতা এবং সর্বোপরি নারীকে সদা-সর্বদা ভোগ্যবস্তু ভাবার কারণেই একের পর এক এ ধরনের ঘটনা ঘটে চলেছে। তার ওপরে রয়েছে দেশে আইনের শাসনের প্রচন্ড অভাব ও দুর্বলতা। গ্রেফতারকৃত মিলন মন্ডল যাতে ক্ষমতাধরদের প্রভাব-প্রতিপত্তি, প্রশাসনের দুর্বলতা-অবহেলা, পক্ষপাতিত্ব বা আইনের ফাঁকফোকর গলে কোনভাবেই বেরিয়ে যেতে না পারে সেইদিকে সতর্ক থাকতে সংশ্লিষ্ট প্রত্যেকের প্রতি আমাদের আহ্বান। আমরা আশা করি, নারীর প্রতি হত্যা-ধর্ষণ-নির্যাতন প্রতিরোধে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ দায়িত্ব পালন করবেন। সেইসাথে আমাদের দাবি, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার সর্বাধিক মনোযোগ দেবেন।
রীনা রায়
আন্দোলন সম্পাদক