স্মারক নং- না.প- ১০/২০১৬- ২২১
১৯ আশ্বিন ১৪২৩/৪ অক্টোবর ২০১৬
বিষয়: আবারো এক ছাত্রীর উপর নৃশংস হামলা! নারীর উপর নিরন্তর সহিংসতার এই ভয়াবহতাকে রুখতে সকলে ঐক্যবদ্ধ হোন
গতকাল ১৮ আশ্বিন ১৪২৩/৩ অক্টোবর ২০১৬, সিলেটে সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও অত্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। সিলেটের এমসি কলেজ থেকে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় এই নৃশংস হামলার শিকার হয় ছাত্রীটি। এই ঘটনায় নারীপক্ষ অত্যন্ত উদ্বিগ্ন, শঙ্কিত ও ক্ষুব্ধ। ধৃত অভিযুক্ত যাতে দলীয় পক্ষপাতিত্ব, ক্ষমতাধরদের প্রভাব-প্রতিপত্তি, প্রশাসনের দুর্বলতা-অবহেলা বা আইনের ফাঁকফোকর গলে কোনভাবেই বেরিয়ে যেতে না পারে সেই দিকে সতর্ক থাকতে পুলিশ ও প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রত্যেকের প্রতি আমরা আহ্বান জানাই।
দেশে বিরাজমান বিচারহীনতা, পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্ব-কর্তব্যে অবহেলা, দুর্নীতি, উদাসীনতা এবং সর্বোপরি নারীকে সদা-সর্বদা ভোগ্যবস্তু ভাবার কারণেই একের পর এক এ ধরনের ঘটনা ঘটে চলেছে। আমরা নারীর উপর সংঘটিত প্রতিটি অপরাধের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং বিচার সমাপ্ত করার দাবি জানাই। নারীপক্ষ’র দাবি, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার সর্বাধিক মনোযোগ দেবেন। সেইসাথে নারীর উপর নিরন্তর সহিংসতার এই ভয়াবহতাকে রুখতে সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানায়।
রীনা রায়
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ।