স্মারক নং- না.প- ১১/২০১৬-২৬৭
২৮ কার্তিক ১৪২৩/১২ নভেম্বর ২০১৬
প্রতিবাদ বিবৃতি
বিষয়: শরিয়তপুরে এক ছাত্রীকে উত্ত্যক্তকরণের প্রতিবাদকারী ৮ শিক্ষার্থীকে পিটানো এবং এখনো পর্যন্ত দোষীদের গ্রেফতার না করায় নারীপক্ষ অত্যন্ত ক্ষুব্ধ, উদ্বিগ্ন, ও শঙ্কিত
গত ১০ নভেম্বর ২০১৬, দুপুরে শরিয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নের দেওয়ানকান্দি গ্রামের ৮ জেএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে আহত করে ঐ গ্রামের স্থানীয় যুবক শামীম ও তার সহযোগীরা। বিনোদপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে অভিযুক্ত শামীম গত কিছুদিন যাবৎ উত্ত্যক্ত করছিলো। ঐদিনও পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে শামীম ছাত্রীটির পথরোধ করে তার মোবাইল নাম্বার দেওয়ার জন্য জোর করতে থাকে। ছাত্রীটির সহপাঠীরা এর প্রতিবাদ করলে শামীম ও তার সহযোগীরা তাদেরকে বেধড়ক পিটায়। স্থানীয় থানায় মামলা করা সত্ত্বেও ঘটনার তিন দিনেও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেনি। এই ঘটনায় নারীপক্ষ অত্যন্ত ক্ষুব্ধ, উদ্বিগ্ন, ও শঙ্কিত। আমরা জোর দাবি জানাচ্ছি, আর কালবিলম্ব না করে অতি সত্ত্বর অভিযুক্তদের গ্রেফতার করে বিচারের সম্মুখীন করা হোক।
দেশে বিরাজমান বিচারহীনতা, পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্ব-কর্তব্যে অবহেলা, অদক্ষতা, দুর্নীতি, উদাসীনতা এবং সর্বোপরি নারীকে সদা-সর্বদা ভোগ্যবস্তু ভাবার কারণেই একের পর এক এ ধরনের ঘটনা ঘটে চলেছে। আমরা নারীর উপর সংঘটিত প্রতিটি অপরাধের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং বিচার সমাপ্ত করার দাবি জানাই। নারীপক্ষ’র দাবি, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার সর্বাধিক মনোযোগ দেবেন। সেইসাথে আমরা নারীর উপর নিরন্তর সহিংসতার ভয়াবহতাকে রুখতে সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানাই।
রীনা রায়
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ।