Select Page
২০১৭-০১-২৯
রামপাল চুক্তি বাতিলের দাবিতে হরতালকারী ও দায়িত্বপালনরত সাংবাদিকদের উপর বর্বরোচিত পুলিশি হামলা এবং গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ

স্মারক নং- না.প- ০১/২০১৭- ২২

১৬ মাঘ ১৪২৩/২৯ জানুয়ারি ২০১৭


রামপাল চুক্তি বাতিলের দাবিতে হরতালকারী ও দায়িত্বপালনরত সাংবাদিকদের উপর বর্বরোচিত পুলিশি হামলা এবং গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ


গত ২৬ জানুয়ারি ২০১৭, ‘রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প চুক্তি’ বাতিলসহ সাত দফা দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বানে ঢাকায় শান্তিপূর্ণ হরতাল পালনকারীদের উপর পুলিশ দফায় দফায় বর্বরোচিত হামলা চালিয়ে দায়িত্বপালনরত সাংবাদিকসহ অর্ধশতাধিক লোককে আহত এবং ঘটনাস্থল থেকে অন্তত ছয়জনকে গ্রেফতার করে। দুইজন সাংবাদিকসহ মারাত্মক আহত চারজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সরকারের কোন সিদ্ধান্তে একমত না হতে পারলে দেশ ও জনগণের স্বার্থে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলা, মত প্রকাশ বা প্রতিবাদ করার অধিকার গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের আছে। আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় সুন্দরবন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উন্নয়নের জন্য বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে আমাদের কারো দ্বি-মত নেই, তবে সুন্দরবনের ইকো-সিস্টেমের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ কোনভাবেই যুক্তিসঙ্গত নয়। তাই আমরা সরকারের কাছে অবিলম্বে ‘রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প’ চুক্তি বাতিলসহ সাত দফার দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।

বার্তা প্রেরক

রীনা রায়
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ।

Pin It on Pinterest

Share This