স্মারক নং- না.প- ০৫/২০১৭- ৮১
৩০ বৈশাখ ১৪২৪/১৩ মে ২০১৭
বনানীতে ছাত্রী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত শাফাত আহমেদ ও সাদমান সাকিফ এর তিন সহযোগীকে অবিলম্বে গ্রেফতার এবং নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচারের দাবি
গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ ঘটনার মামলা গ্রহণে পুলিশের অস্বীকৃতি ও কালক্ষেপন, মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা, মামলা দায়েরের (৬ মে ২০১৭) পরও অভিযুক্তদের গ্রেফতার না করে পালিয়ে যেতে দেওয়া এবং এখনও পর্যন্ত সকল অভিযুক্তকে গ্রেফতার না করায় নারীপক্ষ অত্যন্ত ক্ষুব্ধ, ক্রুদ্ধ এবং বিরক্ত। আমরা বনানী থানা পুলিশের এহেন দুর্নীতিগ্রস্থতা এবং দায়িত্বহীনতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা অনতিবিলম্বে এই মামলার সকল অভিযুক্তকে গ্রেফতার এবং নিরপেক্ষ তদন্ত দাবি করছি। দ্রুততার সাথে এই মামলার বিচার সম্পন্ন করারও জোর দাবি জানাচ্ছি। আমরা আরো দাবি করছি, এই ঘটনার অন্তরালে আরো কেউ বা কোন মহল জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তা উদ্ঘাটন করে তাকে/তাদেরকেও বিচারের আওতায় আনা হোক।
দেশে বিরাজমান বিচারহীনতার অপসংস্কৃতি, পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্ব-কর্তব্যে অবহেলা, অনীহা, উদাসীনতা ও জবাবদিহিতার অভাব, সীমাহীন দুর্নীতি ও অনিয়ম এবং প্রভাবশালীদের অর্থবিত্ত ও ক্ষমতার দাপট, রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তি, দলীয় পক্ষপাতিত্ব, ইত্যাদির সুযোগে একের পর এক এ ধরনের ঘটনা ঘটেই চলেছে। এইসকল ঘটনা প্রতিরোধ এবং ঘটনা পরবর্তীতে যথাযথ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে রাষ্ট্র সম্পূর্ণরূপে অকার্যকর। এহেন পরিস্থিতি রুখতে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য নারীপক্ষ সরকার এবং সংশ্লিষ্ট সকল মহলের দৃষ্টি আকর্ষণ করছে।
বার্তা প্রেরক
রীনা রায়
আন্দোলন সম্পাদক