Select Page
২০১৭-০৬-০৪
রাঙামাটির লংগদুতে পাহাড়িদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে মানুষ পুড়িয়ে মারার ঘটনায় দোষীদের এখনই গ্রেফতার করে বিচারের সম্মুখীন করা হোক

স্মারক নং- না.প- ০৬/২০১৭- ৮৬

২১ জ্যৈষ্ঠ ১৪২৪/৪ জুন ২০১৭

বিষয়: রাঙামাটির লংগদুতে পাহাড়িদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে মানুষ পুড়িয়ে মারার ঘটনায় দোষীদের এখনই গ্রেফতার করে বিচারের সম্মুখীন করা হোক


গত ২ জুন ২০১৭ রাঙামাটি জেলার লংগদু উপজেলায় যুবলীগের একজন নেতার মৃত্যুকে কেন্দ্র করে পরের দিন সেখানকার সদর ইউনিয়নের চারটি গ্রামের অন্তত দুইশত ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়, আগুনে পুরে মারা যান বৃদ্ধা গুনবালা। হাজার হাজার লোক মিছিল করে যখন এই সশস্ত্র হামলা চালায় তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর কোন ব্যবস্থাই গ্রহণ করেনি। সর্বশ্ব হারিয়ে সেখানকার বাসিন্দারা এখন আতঙ্কিত আশ্রয়হীন দিশেহারা দিনাতিপাত করছেন। এই ঘটনায় আমরা ভীষণভাবে ক্ষুব্ধ, উদ্বিগ্ন এবং মর্মাহত। নারীপক্ষ জোর দাবি জানাচ্ছে, এই ঘটনার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত এবং দোষী প্রত্যেককে এখনই গ্রেফতার করে বিচারের সম্মুখীন করা হোক। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও নিরাপত্তা বিধানে যথাযথ কার্যকর উদ্যোগ নেওয়া হোক। অপরাধীরা যাতে ক্ষমতাধরদের প্রভাব-প্রতিপত্তি, প্রশাসনের দুর্বলতা-অবহেলা, পক্ষপাতিত্ব বা আইনের ফাঁকফোকর গলে কোনভাবেই বেরিয়ে যেতে না পারে সেইদিকে সতর্ক থাকতে আমরা সরকার-প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রত্যেকের প্রতি আহ্বান জানাচ্ছি।

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব-কর্তব্যে অবহেলা এবং পক্ষান্তরে দোষী বা হামলাকারীদের অপরাধ সংঘটনের সুযোগ করে দেওয়ার এহেন বহু উদাহরণ এর আগেও আমরা দেখেছি। দেশে বিরাজমান বিচারহীনতা, পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্ব-কর্তব্যে অবহেলা, দুর্নীতি, উদাসীনতা এবং সর্বোপরি দেশে আইনের শাসনের চরম অভাব এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তির জন্য দায়ী। আমাদের প্রত্যাশা, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার সর্বাধিক মনোযোগ দেবেন এবং অতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন।

বার্তা প্রেরক,

রীনা রায়
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ।



Pin It on Pinterest

Share This