Select Page
২০১৭-০৬-১১
খাগড়াছড়িতে কল্পনা চাকমা অপহরণের একুশ বছর পূর্তির কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদ এবং সকল গ্রেফতারকৃতকে মুক্তির দাব

স্মারক নং- না.প- ০৬/২০১৭- ৯২

২৮ জ্যৈষ্ঠ ১৪২৪/১১ জুন ২০১৭


বিষয়: খাগড়াছড়িতে কল্পনা চাকমা অপহরণের একুশ বছর পূর্তির কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদ এবং সকল গ্রেফতারকৃতকে মুক্তির দাবি


১২ জুন পাহাড়ি নেত্রী কল্পনা চাকমা অপহরণের একুশ বছর পূর্তিকে সামনে রেখে গত ৭জুন ২০১৭ খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ও এর সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত কর্মসূচিতে পুলিশের হামলা এবং ঘটনাস্থল থেকে ‘হিল উইমেন্স ফেডারেশন’ এর আট নারীসহ অন্ততঃ ঊনিশ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে এখনো আটক আছেন তিন নারী। পুলিশের পক্ষ থেকে অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। নারীপক্ষ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং অনতিবিলম্বে সকল গ্রেফতারকৃতকে মুক্তির দাবি জানাচ্ছে।

১৯৯৬ সালের ১২ জুন রাঙামাটির বাঘাইছড়িতে নিজ বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয় কল্পনা চাকমাকে। সেনাসদস্যরা তাকে ধরে নিয়েছিল বলে অভিযোগ রয়েছে। এরপর দীর্ঘ একুশটি বছর অতিবাহিত হলেও আজ অবধি তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ, প্রশাসন- তথা সরকার কার্যকর কোন উদ্যোগ নেওয়া তো দূরের কথা বরং তারা বিভিন্ন সময়ে নানা রকম অপপ্রচার চালিয়েছে এবং যারা এর প্রতিবাদ করেছে, কল্পনা চাকমাকে উদ্ধারের জন্য সরব হয়েছে তাদের উপর নেমে এসেছে নির্যাতন-নিপীড়ন। গত ৭ জুন এর ঘটনা তারই পুনরাবৃত্তি। এই সকল ঘটনা সমগ্র দেশ ও জাতির জন্য অত্যন্ত লজ্জার ও ব্যর্থতার। একটি স্বাধীন দেশের একজন নাগরিকের এভাবে উধাও হয়ে যাওয়ার সম্পূর্ণ দায়ভার সরকারের উপরই বর্তায়।

নারীপক্ষ জোর দাবি জানাচ্ছে, কল্পনা চাকমাসহ এ পর্যন্ত গুম হয়ে যাওয়া প্রত্যেককে খুঁজে বের করার জন্য সরকার এখনই কার্যকর উদ্যোগ নেবেন এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বাধিক মনোযোগ দেবেন।

বার্তা প্রেরক,

রীনা রায়
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ।

Pin It on Pinterest

Share This