স্মারক নং- না.প- ০৮/২০১৭-১০৮
১৮ শ্রাবণ ১৪২৪/০২ আগষ্ট ২০১৭
বগুড়ায় ছাত্রী ধর্ষণ ও মা-মেয়ের মাথা ন্যাড়া করে নির্যাতনের মামলার কার্যকর তদন্ত এবং বিচারের দাবি
গত ২৮ জুলাই ২০১৭ বগুড়ায় বাড়ি থেকে তুলে নিয়ে এক ছাত্রীকে ধর্ষণ ও মামলা ধামাচাপা দিতে দলীয় কর্মী ও নারী কাউন্সিলরকে ধর্ষণের শিকার মেয়েটির পিছনে লেলিয়ে দেয় জেলার শহর শ্রমিক লীগের আহবায়ক তুফান সরকার। মেয়েটিকে ও তার মাকে চার ঘন্টা ব্যাপী নির্যাতনের পর মাথার চুল কেটে দিয়ে শহর ছেড়ে চলে যাবার নির্দেশ দেয়। এ ঘটনায় দেশবাসী হতবাক ও শংকিত। ধৃত অভিযুক্ত যাতে দলীয় পক্ষপাতিত্ব, ক্ষমতাধরদের প্রভাব-প্রতিপত্তি, প্রশাসনের দূর্বলতা-অবহেলা বা আইনের ফাঁকফোকর গলে কোনভাবেই বেরিয়ে যেতে না পারে সেই দিকে সতর্ক থাকতে সংশ্লিষ্ট প্রত্যেকের প্রতি আমরা আহবান জানাই।
দেশে বিরাজমান বিচারহীনতার অপসংস্কৃতি, পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্ব-কর্তব্যে অবহেলা, অনীহা, উদাসীনতা ও জবাবদিহিতার অভাব, সীমাহীন দুর্নীতি ও অনিয়ম এবং প্রভাবশালীদের অর্থবিত্ত ও ক্ষমতার দাপট, রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তি, দলীয় পক্ষপাতিত্ব ইত্যাদির সুযোগে একের পর এক এ ধরনের ঘটনা ঘটে চলায় নারীপক্ষ অত্যন্ত ক্ষুব্ধ ও ক্রুদ্ধ। দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা দেওয়া ও অধিকার রক্ষা সরকারের দায়িত্ব। নারীপক্ষ’র দাবি দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার সর্বাধিক মনোযোগ দেবেন, সেই সাথে এ ধরনের আর একটিও যাতে না ঘটে তার জন্য অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহন করবেন। আমরা সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলারও আহবান জানাই।
বার্তা প্রেরক
রীনা রায়
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ।