Select Page
২০১৮-০১-২৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিপীড়নের বিচারসহ চার দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

স্মারক নং- না.প- ০১/২০১৮- ২৭

১১ মাঘ ১৪২৪২৪ জানুয়ারি ২০১৮


প্রতিবাদ বিবৃতি –  ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিপীড়নের বিচারসহ চার দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি


ডাকসু নির্বাচন, সাত কলেজের অধিভুক্তি বাতিলসহ চার দফা দাবিতে গত ১৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে ছাত্রলীগ নেতাদের হুমকি-ধমকি ও ছাত্রী নিপীড়নের ঘটনা ঘটে। এর বিচার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গতকাল নৃশংস হামলা চালানো এবং ছাত্রীদের লাঞ্ছনা করা হয়।


আন্দোলনকারীদের সকল দাবির সাথে আমরা একমত না হলেও তাদের উপর এই ন্যাক্কারজনক হামলা কোনভাবেই সমর্থনযোগ্য নয়। অতীব লজ্জার বিষয় হলো, ঘটনা থেকে প্রতীয়মান যে উপাচার্য মহোদয় তাঁর পদ এবং ক্ষমতা টিকিয়ে রাখতে ছাত্রলীগের উপর নির্ভরশীল! এই লজ্জা কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ ও প্রশাসনের নয়, দেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানেরও বটে। আমরা এই সকল ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেইসাথে অনতিবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। দোষীরা যাতে কোনভাবেই পার পেয়ে না যায় এবং এ ধরনের আর কোন ঘটনা না ঘটে তার জন্য এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকল মহলের দৃষ্টি আকর্ষণ করছি।

বার্তা প্রেরক

তামান্না খান
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ

Pin It on Pinterest

Share This