স্মারক নং- না.প- ০৩/২০১৮- ৬৭
১৩ চৈত্র ১৪২৪/ ২৭ মার্চ ২০১৮
প্রতিবাদ বিবৃতি – গাউছিয়া মার্কেটে তরুণীর উপর শারীরিক নির্যাতন ও যৌন আক্রমণের প্রতিবাদ
গত ২৩ মার্চ ২০১৮, রাজধানীর গাউছিয়া মার্কেটের চাঁদনীচকে কেনাকাটা করতে আসা চার তরুণী শাহনুর ফেব্রিক্স ও পাশের দেকানের পাঁচজন কর্মচারী দ্বারা শারীরিক নির্যাতন ও যৌন আক্রমণের শিকার হন। এই ঘৃণ্য ও ন্যাক্কারজনক ঘটনায় আমরা ভীষণভাবে ক্ষুব্ধ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অভিযুক্ত পাঁচ জনের মধ্যে চারজন গ্রেফতার হলেও এখনো পর্যন্ত বাকী একজনকে গ্রেফতার করা হয়নি, এটি পুলিশ, প্রশাসনের চরম ব্যর্থতা। আমরা অতি দ্রুততার সাথে সকল অভিযুক্তকে গ্রেফতার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের জন্য জোর দাবি জানাই।
এর আগেও অনেকবার নিউমার্কেট-গাউছিয়াসহ বিভিন্ন মার্কেটে নারীদের উপর এই ধরনের ঘটনা ঘটেছে, যার কোন বিচার বা প্রতিকার হয়নি। দেশে আইনের শাসন যে শূণ্যের কোঠায় পৌঁছে গেছে তার প্রমাণ এধরণের অসংখ্য ঘটনা। এর আর একটি পুনরাবৃত্তিও যাতে না ঘটে সেই লক্ষ্যে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশ, প্রশাসন ও মার্কেট কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট প্রত্যেককে তৎপর হতে জোর দাবি জানাচ্ছি।
বার্তা প্রেরক
তামান্না খান
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ