Select Page
২০১৮-০৫-২২
অবিরাম নারী ও শিশু ধর্ষণ: দুই ত্রিপুরা কিশোরীকে ধর্ষণ ও হত্যায় আমরা ক্ষুব্ধ, উদ্বিগ্ন

স্মারক নং- না.প- ০৫/২০১৮- ১০৪

৮ জ্যৈষ্ঠ ১৪২৫/২২ মে ২০১৮


প্রতিবাদ বিবৃতি

অবিরাম নারী ও শিশু ধর্ষণ: দুই ত্রিপুরা কিশোরীকে ধর্ষণ ও হত্যায় আমরা ক্ষুব্ধ, উদ্বিগ্ন


চট্টগ্রামের সীতাকুন্ডে ত্রিপুরা পল্লীর কিশোরী সুকুলতি ত্রিপুরা প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় আবুল হোসেন তার সাঙ্গপাঙ্গ নিয়ে গত ১৮ মে ২০১৮ সুকুলতি এবং প্রতিবেশী ছবি রানী ত্রিপুরাকে ধর্ষণ ও হত্যা করে। ঘটনার পাঁচদিন পরও আবুল হোসেন ছাড়া তার দলের বাকী তিনজন এখন পর্যন্ত গ্রেফতার হয়নি। নারীপক্ষ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। ঘটনার সাথে যুক্ত প্রত্যেককে দ্রুত গ্রেফতার করে বিচারের সম্মুখীন করার জোর দাবি জানায়।


প্রতিদিন দেশব্যাপী একের পর এক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। দেড় বছরের শিশু থেকে সত্তুর বছরের বৃদ্ধা; সংখ্যাগুরু অথবা সংখ্যালঘু, ধনী-দরিদ্র, উচ্চবিত্ত-মধ্যবিত্ত, সকল শ্রেণি-পেশার নারী ও শিশুই এই নৃসংশতার শিকার হচ্ছে। নারী মাত্রই পুরুষের অধস্তন এবং ভোগ্যবস্তু- এই দৃষ্টিভঙ্গী ও আচার-আচরণ এবং দেশে আইনের শাসনের প্রচন্ড অভাবেই এই সহিংসতা মহামারি আকার ধারণ করেছে। এই অবস্থা নিরসনে নারীপক্ষ দেশে কার্যকর আইনের শাসন প্রতিষ্ঠাসহ সকল অপরাধ, অপকর্ম এবং অরাজকতা দূর করতে সরকারের সর্বমহলের প্রতি বার বার জোর দাবি জানিয়ে আসছে। তথাপি সরকারের তরফ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ দৃশ্যমান নয়।
নারীপক্ষ আবারও এ বিষয়ে সরকারের গভীর মনোযোগ ও দৃষ্টি আকর্ষণ করছে।

তামান্না খান
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ

Pin It on Pinterest

Share This