স্মারক নং- না.প- ৬/২০১৮- ১২৬
৫ আষাঢ় ১৪২৫/ ১৯ জুন ২০১৮
রোহিঙ্গা নারীর উপর সহিংসতা ও যৌন নির্যাতন বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য ‘আন্তর্জাতিক অপরাধ আদালত’ এ আবেদন
২৪ আগস্ট ২০১৭ প্রায় ২৫টি পুলিশচৌকিতে আরসার সশস্ত্র সদস্যদের একযোগে হামলাকে কেন্দ্র করে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানে সাধারণ মানুষের উপর আক্রমণ ও নির্যাতনের কারণে লক্ষ লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠী আমাদের দেশে আশ্রয় নিয়েছে। এই বিশাল সংখ্যক শরণার্থীদের প্রায় ৮০ ভাগই নারী ও শিশু, যারা যৌন সহিংসতাসহ বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তাদের উপর হওয়া এই নির্যাতনের যথাযথ তদন্ত করার জন্য আদালতের বন্ধু হিসেবে নারীপক্ষ, সারা হোসেন এবং Women’s Initiatives for Gender Justice I European Center for Constitutional and Human Rights যৌথভাবে গত ১৮ জুন ২০১৮ ‘আন্তর্জাতিক অপরাধ আদালত’ এর কাছে একটি আবেদন দাখিল করেছে। আগামী ২০ জুন ২০১৮ ‘আন্তর্জাতিক অপরাধ আদালত’ এর একটি সভা হবে, সেখানে মিয়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গাদের উপর গণহত্যাসহ সকল নির্যাতনের বিরুদ্ধে ‘আন্তর্জাতিক অপরাধ আদালত’ কর্তৃক পদক্ষেপ গ্রহণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আশা করছি আমাদের দাখিলকৃত পর্যবেক্ষণ এই সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।
বার্তা প্রেরক,
তামান্না খান
আন্দোলন সম্পাদক, নারীপক্ষ।