Select Page
২০১৮-১১-২৯
জাতীয় ক্রীড়া পরিষদে স্বর্ণজয়ী নারী খেলোয়াড়কে ধর্ষণের ঘটনায় নারীপক্ষ ভীষণভাবে ক্ষুব্ধ ও মর্মাহত

স্মারক নং- না.প- ১১/২০১৮- ২৪৯

১৫ গ্রহায়ণ ১৪২৫/২৯ নভেম্বর ২০১৮


জাতীয় ক্রীড়া পরিষদে স্বর্ণজয়ী নারী খেলোয়াড়কে ধর্ষণের ঘটনায় নারীপক্ষ ভীষণভাবে ক্ষুব্ধ ও মর্মাহত


বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী গত ১৩ সেপ্টম্বর ২০১৮ জাতীয় ক্রীড়া পরিষদের পুরানো ভবনের চতুর্থ তলায় ক্রীড়া পরিষদের অফিস সহকারী সোহাগ আলী দ্বারা একজন স্বর্ণজয়ী নারী ভারোত্তলককে ধর্ষণ করা হয়। এই ঘটনায় নারীপক্ষ হতবাক, ক্ষুব্ধ ও মর্মাহত। ক্রীড়াঙ্গনের বিভিন্ন বিভাগে নারী খেলোয়াড়রা যেখানে দেশে-বিদেশে একের পর এক সাফল্য বয়ে আনছে, দেশ ও জাতিকে গৌরবান্বিত করছে সেখানে খোদ ক্রীড়া পরিষদ ভবনে ক্রীড়া পরিষদেরই কর্মচারীদ্বারা একজন নারী খেলোয়াড় ধর্ষণের শিকার হলেন- এটা ক্রীড়া পরিষদ তো বটেই, সেইসাথে সমগ্র দেশ ও জাতির জন্য অত্যন্ত লজ্জা ও কলঙ্কের।

নারীপক্ষ জাতীয় ক্রীড়া পরিষদ এবং সংশ্লিষ্ট প্রশাসন ও ব্যক্তিবর্গের কাছে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ধর্ষণকারী ও ধর্ষণে সহায়তাকারী প্রত্যেককে বিচারের সম্মুখীন করার দাবি জানাচ্ছে। সেইসাথে ধর্ষণের শিকার এই নারীর সুচিকিৎসার সার্বিক দায়িত্ব নেওয়ারও দাবি করছে।

ধন্যবাদসহ,

ফরিদা ইয়াছমিন
আন্দোলন সম্পাদক
নারীপক্ষ।

Pin It on Pinterest

Share This