Select Page
২০১৯-০১-১২
মেয়েদের স্কুল-কলেজে না পাঠানোর জন্য আল্লামা শাহ্ আহমদ শফীর ওয়াদা করানো এবং নারীশিক্ষার প্রতি কদর্য ও কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে নারীপক্ষ

স্মারক নং- না.প. ০১/২০১৯-২৭৩


২৯ পৌষ ১৪২৫/১২ জানুয়ারি ২০১৯


প্রতিবাদ-বিবৃতি


মেয়েদের স্কুল-কলেজে না পাঠানোর জন্য আল্লামা শাহ্ আহমদ শফীর ওয়াদা করানো এবং নারীশিক্ষার প্রতি কদর্য ও কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে নারীপক্ষ

পত্রিকান্তরে প্রকাশ, গতকাল ২৮ পৌষ ১৪২৫/১১ জানুয়ারি ২০১৯, শুক্রবার চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার বার্ষিক মাহফিলে অংশগ্রহণকারীদের হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ আহমদ শফী মেয়েদের স্কুল-কলেজে না পাঠানোর জন্য ওয়াদা করিয়েছেন। আর পাঠালেও বিয়ের পরে স্বামীর টাকা পয়সার হিসেব রাখা ও স্বামীর কাছে চিঠি লেখার জন্য কেবলমাত্র চতুর্থ কিংবা পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানোর কথা বলেছেন। মেয়েদের উচ্চ শিক্ষার বিষয়ে তিনি আরো অনেক কদর্য ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, যা সমগ্র দেশ ও জাতির জন্য অপমানকর। নারীপক্ষ আল্লামা শাহ্ আহমদ শফীর এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এমন পশ্চাৎপদ এবং নারীশিক্ষা বিস্তারের পক্ষে সরকারি নানামুখী পদক্ষেপ ও নীতির পরিপন্থি বক্তব্য দেয়া ও ওয়াদা করানোর জন্য সরকার তার বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করবে তাও জানতে চায় নারীপক্ষ।

ফরিদা ইয়াছমিন
আন্দোলন সম্পাদক
নারীপক্ষ

Pin It on Pinterest

Share This