Select Page
২০১৯-০২-২৩
চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ড নিমতলীর বিয়োগান্তক ঘটনারই পুনরাবৃত্তি

স্মারক নং- না.প- ০১/২০১৯- ৩২৬

১১ ফাল্গুন ১৪২৫/ ২৩ ফেব্রুয়ারি ২০১৯

প্রতিবাদ বিবৃতি

চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ড নিমতলীর বিয়োগান্তক ঘটনারই পুনরাবৃত্তি


ভবন মালিকের অতি মুনাফার লোভ, সরকার ও প্রশাসনের নির্লজ্জ দায়িত্বহীনতা, সীমাহীন অনিয়ম, দুর্নীতি, আইনের শাসনের প্রচন্ড অভাব এবং নগরায়নের চরম অব্যবস্থাপনা আবারো কেড়ে নিল বহু মানুষের প্রাণ। বেঁচে যাওয়া দগ্ধরা মৃত্যু যন্ত্রণায় হাসপাতালে প্রহর গুনছে মৃত্যু বা অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায়। নিখোঁজ আত্মীয়-পরিজনদের খোঁজে পাগলপ্রায় ছুটে বেড়াচ্ছে অসহায় নিকটজন। এই নিদারণ প্রাণহানি ও অপূরণীয় ক্ষয়ক্ষতিতে নারীপক্ষ ব্যথিত এবং ক্ষুব্ধ।

গত ৮ ফাল্গুন ১৪২৫/২০ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার মধ্যরাতে চকবাজারের চুড়িহাট্টায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ড আমাদের স্মরণ করিয়ে দেয় ২০১০ সালে নিমতলীতে আগুনে পুড়ে শতাধিক মানুষের মুত্যু ঘটনা। এরপরে দীর্ঘ নয়টি বছর কেটে গেলেও সরকার ও প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের ঘটনা রোধে কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, এরই ফলশ্রুতি চকবাজারের এই মর্মান্তিক ঘটনা। নারীপক্ষ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেইসাথে অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যদের জানায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তাদের ঐকান্তিক প্রচেষ্টা ও পরিশ্রমে এই আগুনের আরো মারাত্মক ভয়াবহতার হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। নারীপক্ষ সরকার ও স্থানীয় সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে, আবাসিক এলাকা ও ভবনে কেমিক্যাল এবং প্লস্টিকের মতো দাহ্য পদার্থ সংরক্ষণ ও এর ব্যবসা-বণিজ্য বন্ধ করা, অবৈধ স্থাপনা অপসারণ এবং নগরায়নের অব্যবস্থাপনাসহ সকল অনিয়ম-দুর্নীতি দূর করতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বাধিক গুরুত্ব দিয়ে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।

আফসানা চৌধুরী এমি
আন্দোলন সম্পাদক
নারীপক্ষ

Pin It on Pinterest

Share This