স্মারক নং- না.প. ০৩/২০১৯- ৩৫৩
৬ চৈত্র ১৪২৫/২০ মার্চ ২০১৯
প্রতিবাদ বিবৃতি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও নারী ফুটবল কমিটির চেয়ারম্যান এবং ফিফা কাউন্সিলের সদস্য মাহফুজা আক্তার কিরণকে গ্রেফতার ও কারাগারে পাঠানোয় নারীপক্ষ ক্ষুব্ধ ও উদ্বিগ্ন
একটি টিভি টকশোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ফুটবল ও ক্রিকেট খেলার মধ্যে পক্ষপাতিত্ব এবং ফুটবল খেলার প্রতি অবহেলা করেন বলে মন্তব্য করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও নারী ফুটবল কমিটির চেয়ারম্যান এবং ফিফা কাউন্সিলের সদস্য মাহফুজা আক্তার কিরণকে গ্রেফতার ও কারাগারে পাঠানোয় নারীপক্ষ ক্ষুব্ধ ও উদ্বিগ্ন।
গত ১২ মার্চ ঢাকার আদালতে মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে মানহানির মামলা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স। এর প্রেক্ষিতে ১৬ মার্চ তাকে গ্রেফতার করে এবং আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়। এই ঘটনা নাগরিকের কথা বলা ও মতামত প্রকাশের স্বাধীনতা হরণ, যা সাংবিধানিক অধিকারের লঙ্ঘন। নারীপক্ষ এর তীব্র নিন্দা ও প্রতিবাদসহ অনতিবিলম্বে মাহফুজা আক্তার কিরণের বিরুদ্ধে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে। সেইসাথে দেশের আদালতসমূহকে অভিযোগের গুরুত্ব এবং সমাজে এর প্রভাব বিবেচনায় নিয়ে সংবেদনশীল হওয়ার আবেদন জানাচ্ছে।
আফসানা চৌধুরী
আন্দোলন সম্পাদক
নারীপক্ষ