Select Page
২০১৯-০৪-০৮
সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টায় নারীপক্ষ ক্ষুব্ধ ও উদ্বিগ্ন

স্মারক নং- না.প. ০৩/২০১৯- ৩৬৯

২৫ চৈত্র ১৪২৫/ ৮ এপ্রিল ২০১৯


প্রতিবাদ বিবৃতি

সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টায় নারীপক্ষ ক্ষুব্ধ ও উদ্বিগ্ন

গত ৬ এপ্রিল ২০১৯ ফেনীর সেনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলীম পরীক্ষা দিতে গেলে কৌশলে ছাদে ডেকে নিয়ে ছাত্রীটির গায়ে আগুন ধরিয়ে দেয় ঐ মাদ্রাসার অধ্যক্ষের অনুগত কয়েকজন শিক্ষার্থী। গত ২৭ মার্চ এই অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ এনে মামলা করে তার মা। মামলা প্রত্যাহার করতে রাজি না হওয়ায় ছাত্রিটির গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। এই ঘটনায় নারীপক্ষ অত্যন্ত ক্ষুব্ধ ও উদ্বিগ্ন।

দেশে আইনের শাসনের চূড়ান্ত অবনতি, বিচারহীনতা, ক্ষমতাসীনদের প্রভাব-প্রতিপত্তি, অনিয়ম, দূর্নীতি, দূর্শাসন ইত্যাদি কারণে এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলছে। আমরা বার বার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছি এবং ঘটনার দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবি করে আসছি। তথাপি সরকারের তরফ থেকে কার্যকর কোন উদ্যোগ গ্রহণ দৃশ্যমান নয়।

নারীপক্ষ দেশে আইনের শাসন প্রতিষ্ঠাসহ সকল অপরাধ, অপকর্ম এবং অরাজকতা দূর করতে সরকারের সর্বমহলের প্রতি পুনরায় জোড় দাবি জানাচ্ছে। সেইসাথে নারীপক্ষ আরো দাবি জানাচ্ছে, অনতিবিলম্বে সোনাগাজীর ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্ত প্রত্যেককে আইনের আওতায় এনে বিচারের সম্মূখীন করা হোক। নির্যাতনের শিকার মেয়েটির সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ ও সম্পূর্ণ ব্যয়ভার বহন করার দাবি জানাচ্ছে।

ধন্যবাদসহ,

আফসানা চৌধুরী
আন্দোলন সম্পাদক
নারীপক্ষ।

Pin It on Pinterest

Share This