Select Page
২০১৯-০৪-০৯
সুনামগঞ্জে বীরাঙ্গনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধীর স্বজনদের অপতৎপরতায় নারীপক্ষ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

স্মারক নং- না.প. ০৩/২০১৯- ৩৭০

২৬ চৈত্র ১৪২৫/ ৯ এপ্রিল ২০১৯


প্রতিবাদ বিবৃতি


সুনামগঞ্জে বীরাঙ্গনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধীর স্বজনদের অপতৎপরতায় নারীপক্ষ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ


২৫ চৈত্র ১৪২৫/৮ এপ্রিল ২০১৯ পত্রিকান্তরে প্রকাশ, সুনামগঞ্জের শাল্লা ও দিরাই উপজেলার ৬ জন বীরাঙ্গনার বিরুদ্ধে যুদ্ধাপরাধীদের আত্মীয় স্বজন মিছিল ও সমাবেশ করে তাঁদের এলাকা ছাড়ার হুমকি দিয়েছে। উল্লেখ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি এই নারীদের মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। মিছিলের আগে শ্যামারচর হাইস্কুলে এক বৈঠকে বীরাঙ্গনাদের অসম্মান ও মানহানিকর বক্তব্য দেয়। এ ঘটনায় বীরাঙ্গনাসহ তাঁদের পরিবার ও স্বজনেরা আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় আছেন জানিয়ে একজন বীরাঙ্গনা শালনা থানায় সাধারণ ডায়রী করেছেন।

নারীপক্ষ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। অনতিবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার এবং এই নারী ও তাঁদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছে। সেইসাথে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। আমরা সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলারও আহবান জানাই।

ধন্যবাদসহ,

আফসানা চৌধুরী
আন্দোলন সম্পাদক
নারীপক্ষ।

Pin It on Pinterest

Share This