Select Page
২০১৯-০৭-০৭
শিশু সামিয়াকে ধর্ষণ ও হত্যায় নারীপক্ষ মর্মাহত, ক্ষুব্ধ ও শঙ্কিত

স্মারক নং- না.প- ০৭/২০১৯- ৪৪৪

২৩ আষাঢ় ১৪২৬/৭ জুলাই ২০১৯

প্রতিবাদ বিবৃতি

শিশু সামিয়াকে ধর্ষণ ও হত্যায় নারীপক্ষ মর্মাহত, ক্ষুব্ধ ও শঙ্কিত


দেশব্যাপী নারী ও শিশুর উপর সংঘটিত ভয়াবহ ধর্ষণ ও যৌন নির্যাতনের আরও একটি নৃশংসতার ঘটনা সাত বছরের শিশু সামিয়া আফরীন সায়মাকে ধর্ষণ শেষে গলায় রশি পেচিয়ে হত্যা। গত ২১ আষাঢ় ১৪২৬/৫ জুলাই ২০১৯ রাতে রাজধানীর ওয়ারীতে একটি বহুতল ভবনের ৯ম তলার খালি ফ্লাটে এই অপরাধ সংঘটিত হয়। এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশে শিশু ও নারী ধর্ষণ এবং হত্যার যেন মহোৎসব চলছে। আইনের শাসনহীনতার নির্লজ্জ পরিস্থিতি, ভয়াবহ অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার রাজনীতির দাপটে প্রতিনিয়ত শিশু ও নারী যৌন নির্যাতন, ধর্ষণ এবং হত্যার শিকার হচ্ছে।

এহেন পরিস্থিতিতে নারীপক্ষ অত্যন্ত মর্মাহত, ক্ষুব্ধ ও শঙ্কিত। নারীপক্ষ সামিয়াসহ শিশু ও নারীর উপর সংঘঠিত প্রত্যেকটি ধর্ষণ, যৌননির্যাতন ও ধর্ষণ করে হত্যার বিচার দাবি করছে। নারীপক্ষ মনে করে, দেশের প্রতিটি বহুতল বাসভবনে শিশু ও নারীর সুরক্ষায় ভবনের বাসিন্দাদের নিয়ে বিশেষ কমিটি গঠন করা প্রয়োজন। যৌন হয়রানি নিরসনে হাইকোর্টের ২০০৯ সালের নির্দেশনার আলোকে এ সংক্রান্ত পৃথক আইন প্রণয়নের জন্য নারীপক্ষ জোড় দাবি জানাচ্ছে।

ধন্যবাদসহ,

আফসানা চৌধুরী
আন্দোলন সম্পাদক
নারীপক্ষ।

Pin It on Pinterest

Share This