স্মারক নং- না.প- ০৭/২০১৯-
২৫ আশ্বিন ১৪২৬/১০ অক্টোবর ২-১৯
বিবৃতি
বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের কর্মীবাহিনী নৃশংসভাবে পিটিয়ে মারার ঘটনায় নারীপক্ষ ক্ষুব্ধ ও উদ্বিগ্ন
সকল নিষ্ঠুরতা কে ছাড়িয়ে গেছে বুয়েটের শিক্ষার্থী আবরার হত্যাকান্ড। এই হত্যাকান্ডে নারীপক্ষ বাকরুদ্ধ। সরকারের ক্ষমতার প্রভাবে একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে, বিশ্বজিৎ থেকে শুরু করে আরো অনেকের সাথে এবার আবরার। ভিন্নমতকে সরকার সহ সরকারের কোন অঙ্গ সংগঠন যেন সহ্যই করতে পারছে না, আর এই চর্চার প্রতিফলনই আবরার হত্যাকান্ড সহ পুর্বের সকল হত্যাকান্ড।
গত ৬ অক্টোবর ২০১৯ রাত আনুমানিক ৮টায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ব বিদ্যালয়ের তরিৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের দ্বীতিয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে ইসলামিক ছাত্র শিবিরের সদস্য সন্দেহ করে ছাত্রলীগ কর্মীরা নিজেদের কক্ষে ডেকে নিয়ে দীর্ঘক্ষন নির্যাতন করে এবং একপর্যায়ে আবরারের মৃত্যে হয়। বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষের নির্লিপ্ততা এবং ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের পক্ষ অবলম্বন করার ঘটনা আমাদের করেছে হতাশ এবং ক্ষুব্ধ।
একাধারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অরাজকতা, নৃশংস, অমানবিক ও অমনুষ্য কর্মকান্ড এটাই প্রমাণ করে যে দেশে আজ আইনশূংখলা এবং জবাবহীদিতার লেশমাত্র নেই। নারীপক্ষ দাবী জানাচ্ছে অতি দ্রুত আবরারের এই হত্যাকান্ডের সুষ্ঠ বিচার সহ সকল শিক্ষা প্রতিষ্টানকে অপ-রাজনীতির বেড়াজাল থেকে মুক্ত করতে সরকার ও সংশ্লিষ্ঠ সকলে উদ্যোগ নিবে।
নারীপক্ষ বার বার বলে এসেছে আইনের শাসন শুন্য থেকে শুন্যতে নেমে এসেছে। আবরারের হত্যাকান্ড সেই আইনের শাসনের অনুপস্থিতিরই ফলাফল। নারীপক্ষ আরো দাবী জানাচ্ছে আইনের শাসনের পুনঃপ্রতিষ্ঠা করে সরকার সহ সকল দায়িত্বশীল প্রতিষ্ঠানের জবাদিহীতা নিশ্চিত করতে হবে।
আফসানা চৌধুরী
আন্দোলন সম্পাদক
নারীপক্ষ।