স্মারক নং না.প ০৫/২০২০-১৩৮
২৫ বৈশাখ ১৪২৭/০৮ মে ২০২০
প্রতিবাদ বিবৃতি
বিশ্বব্যাপি মহামারির এ মহাদুর্যোগেও নারীর উপর সহিংসতা থেমে নেই, নারীপক্ষ ক্ষুব্ধ
বিশ্বব্যাপি করোনার মহামারিতে বাংলাদেশও ক্ষতবিক্ষত। এ দুর্যোগ মোকাবেলায় একদিকে যেমন চিকিৎসক – স্বাস্থ্য কর্মীবৃন্দ প্রাণপণ যুদ্ধ করছে, অপরদিকে পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সকলে দেশের জনগনকে সচেতন করা, ত্রাণ সহায়তা সহ নানান কার্যক্রমে যুক্ত রয়েছে। মাঠ পর্যায়ে এসকল বাহিনীর সদস্যদের উপস্থিতি ও তৎপরতা সত্বেও নারীর উপর নানান ধরনের সহিংসতার ধারাবাহিকতা চলমান আছে।
মহাদুর্যোগে আক্রান্ত বাংলাদেশে শুধু ঢাকা মহানগরীতেই ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত মাত্র ১০ দিনে ৯টি ধর্ষণ, ৮টি যৌতুকের দাবিতে নির্যাতন, ৬টি যৌন নিপীড়ন ও ৫টি অপহরণ সহ মোট ২৮টি মামলায় গ্রেপ্তার হয়েছেন ৩৭ জন {সূত্র: ৪ এপ্রিল প্রথম আলো}। বিভিন্ন সংবাদ সূত্রে জানা যায়, ২৭ এপ্রিল ২০২০ শিবচরে প্রাইভেট শিক্ষকের বাড়িতে দ্বিতীয় শ্রেণির এক মেয়ে ধর্ষণের শিকার হয়েছে, ১৭ এপ্রিল ২০২০ ফটিকছড়িতে সাত বছর বয়সী এক মেয়েকে নিজ বাড়ির অদূরে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ২০ বছরের এক যুবক ধর্ষণের চেষ্টা চালায়, ৪ এপ্রিল ২০২০ পাইকগাছায় এক নারীকে ধর্ষণ কালীন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়, ২৫ এপ্রিল ২০২০ চাঁদপুরে স্কুলে পড়–য়া মেয়েকে সংঘবদ্ব ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়।
নারীপক্ষ’র একটি প্রকল্প এলাকায় ৯৭৬ জন নারীর কাছ থেকে পাওয়া তথ্য মতে, ১এপ্রিল থেকে ৩মে ২০২০ পর্যন্ত ২৯৪ জন নারী পারিবারিক নির্যাতন এবং ১১ জন নারী যৌন নির্যাতনের শিকার হয়। সম্প্রতি এক গবেষণায় প্রকাশ, এপ্রিল ২০২০ এ মোট ৪২৪৯ জন নারী পারিবারিক নির্যাতনের শিকার হয়। যার মধ্যে ৮৪৮ (২০%) জন শারীরিক, ২০০০ (৪৭%) জন মানসিক নির্যাতনের শিকার এবং ১৩০৮ (৩১%) জন অর্থনৈতিক ভাবে ক্ষতির শিকার অর্থাৎ তাদের খাদ্য ও অন্যান্য আর্থিক সুবিধা বন্ধ করে দেয়া হয়। এছাড়া ৮৫ (২%) জন যৌন সহিংসতার শিকার হয়{ তথ্য সূত্র: দি ডেইলি ষ্টার}। এদিকে বরগুনার তালতলীতে মেয়েকে জিম্মি করে মাকে ধর্ষণের আলামত পাওয়া গেছে {সূত্র: ৭১ টেলিভিশন, ০৮ মে}।
এহেন পরিস্থিতিতে নারীপক্ষ উদ্বিগ্ন ও ক্ষুব্ধ । উপজেলা, জেলা, বিভাগ ও কেন্দ্র পর্যায়ে কড়া নজরদারী ও পরিবীক্ষণ করার এটাই যথোপযুক্ত পরিস্থিতি। এ অবস্থাকে কাজে লাগিয়ে নারীপক্ষ নারীর উপর সহিংসতা ও ধর্ষণ বন্ধ করা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জোড় দাবি জানাচ্ছে।
বার্তা প্রেরক,
নাজমুন নাহার শেলী
সম্পাদক, প্রচার
নারীপক্ষ