স্মারক নং না.প ০৬/২০২২-১৫৪
২৩ জ্যৈষ্ঠ ১৪২৯/৬ জুন ২০২২
বিবৃতি
সীতাকুন্ডে ভয়াবহ অগ্নিকান্ডে মর্মান্তিকভাবে নিহত ও আহতের ঘটনায় নারীপক্ষ মর্মাহত এবং ক্ষুব্ধ! এই ঘটনার জন্য দায়ী প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছে নারীপক্ষ
চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় অর্ধশত মানুষ নিহত এবং অসংখ্য আহতের ঘটনায় নারীপক্ষ অত্যন্ত মর্মাহত ও ভীষণভাবে ক্ষুব্ধ। এই ঘটনায় নিহতদের জন্য আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তাদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতরা যাতে যথাযথ চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন এরজন্য প্রয়োজনীয় সকল কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করছি।
আরো দুঃখজনক ও মর্মান্তিক যে, এইসকল কন্টেইনারে থাকা হাইড্রোজেন পের-অক্সাইড এর বিস্ফোরণ ঘটায় এই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যার ফলে অগ্নি নির্বাপক বাহিনীর ৯ জন কর্মীসহ নিহতের সখ্যা অনেক বেশী হয়েছে এবং এই অতি দাহ্য পদার্থের বিষয়ে কোন তথ্য না থাকায় আগুন নেভাতে অনেক বেশী সময় লেগেছে ও ক্ষয়ক্ষতির পরিমানও বেড়েছে। তাছাড়া, আবাসিক এলাকায় এই ধরনের দাহ্য পদার্থের ডিপো থাকাটাও সম্পূর্ণ বে-আইনী। কি করে এতদিন ধরে এই ডিপোটি এখানে তাদের কার্যক্রম চালিয়ে আসছিলো? সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই ঘটনার জন্য দায়ী সকলের যথাযথ বিচার দাবি করছে নারীপক্ষ। সেইসাথে, নারীপক্ষ এই প্রতিষ্ঠানসমুহের কার্যক্রম তদারকী ও দেখভালের দায়িত্বে থাকা সংস্থা ও কর্তাব্যক্তিদের দায়িত্বে অবহেলা এবং তাদের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে জোর দাবি জানাচ্ছে। এই ধরনের আর একটি ঘটনারও পুনরাবৃত্তি যাতে না ঘটে তার প্রতি সতর্ক দৃষ্টি রাখা এবং যথাযথ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানাচ্ছে নারীপক্ষ।
তামান্না খান পপি
আন্দোলন সম্পাদক
নারীপক্ষ।