Select Page
২০১৭-১০-৩১
মিয়ানমার থেকে আগত ধর্ষণের শিকার রোহিঙ্গা শরণার্থী নারী ও কিশোরীদের জন্য জরুরী ভিত্তিতে বিশেষ ব্যবস্থা গ্রহণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় চিঠ

স্মারক নং- না.প: ১০/২০১৭-১৭৪

১৬ কার্তিক ১৪২৪/৩১ অক্টোবর ২০১৭

বরাবর
মো: নাসিম
মাননীয় মন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার


বিষয়ঃ মিয়ানমার থেকে আগত ধর্ষণের শিকার রোহিঙ্গা শরণার্থী নারী ও কিশোরীদের জন্য জরুরী ভিত্তিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ


শ্রদ্ধাভাজনেষু,
গত ৯ ভাদ্র ১৪২৪/ ২৪ আগষ্ট ২০১৭ মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানে সাধারণ মানুষের উপর আক্রমণ ও নির্যাতনের কারণে, পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী ছয় লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠী আমাদের দেশে আশ্রয় নিয়েছে। এই সংখ্যা ক্রমবর্ধমান। এযাবত প্রায় দশ লক্ষাধিক নিপীড়িত, অসহায় ও নিরাশ্রয় রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে তাঁদের পাশে দাঁড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারকে নারীপক্ষ’র পক্ষ থেকে অশেষ সাধুবাদ জানাই।

বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ এই বিশাল সংখ্যক শরণার্থীদের প্রায় ৮০ ভাগই হলো নারী ও শিশু। নারীদের মধ্যে অনেকে মিয়ানমারের সেনাসদস্য ও তাদের সমর্থক দ্বারা ধর্ষণ ও যৌন সহিংসতার শিকার হয়ে গর্ভধারণ করেছে। এদের মধ্যে যারা মাসিক নিয়মিত করতে চায় তাদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানাচ্ছি। যেহেতু মাসিক নিয়মিত করনের একটি নির্দিষ্ট সময়সীমা আছে, সেহেতু বিষয়টি দ্রুত বিবেচনায় নেয়া অত্যাবশ্যক।

আমাদের বিশ্বাস, রোহিঙ্গা শরণার্থী নারী ও কিশোরীদের শারীরিক ও মানসিকসহ স্বাস্থ্যসেবা, সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও স্বস্তি নিশ্চিত করতে আপনার মন্ত্রনালয় সর্বোচ্চ গুরুত্ব ও মনোযোগ দিবেন।

ধন্যবাদ সহ,

রেহানা সামদানী
সভানেত্রী, নারীপক্ষ

সদয় অবগতির জন্য-
    
– মোঃ সিরাজুল হক খান, সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
    – কমিশনার, শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়, কক্সবাজার।

 

Pin It on Pinterest

Share This