Select Page
২০১৩-০৪-১৭
অদম্য ইচ্ছা ও সাহসিকতার জন্য অভিনন্দন জ্ঞাপন

স্মারক নং- না.প. ০৪/২০১৩- ১২৫

৪ বৈশাখ ১৪২০/১৭ এপ্রিল ২০১৩

বরাবর,
লাকী বিশ্বাস
প্রযত্নে: সুনীল মন্ডল
গ্রাম: দূর্বাশুর, (দক্ষিণ পাড়া)
পোস্ট: বহুগ্রাম
উপজেলা: মুকসুদপুর, জেলা: গোপালগঞ্জ

বিষয় : অদম্য ইচ্ছা ও সাহসিকতার জন্য অভিনন্দন জ্ঞাপন

প্রিয় লাকী বিশ্বাস,

গত ১৫ এপ্রিল ২০১৩ আপনি একটি প্রায় অসম্ভবকে সম্ভব করে এইচএসসি পরীক্ষায় বসেন। প্রসব বেদনা নিয়ে পরীক্ষা শুরুর ১৫ মিনিটের মাথায় সন্তান প্রসব করে মাত্র আধা ঘন্টার মধ্যে পুনরায় পরীক্ষায় বসে প্রায় পূর্ণ মানের পরীক্ষা শেষ করেছেন। শুধুমাত্র আপনার অদম্য ইচ্ছাশক্তি ও সাহসের কারণেই এটি সম্ভব হয়েছে। এই ঘটনা নিঃসন্দ্বেহে হাজারও বাধা-বিপত্তি অতিক্রম করে জীবনযুদ্ধে টিকে থাকা অসংখ্য নারীর জন্য একটি অসাধারণ উদাহরণ।

আপনার জন্য আমরা গর্বিত এবং আনন্দিত। নারীপক্ষ’র প্রতিটি সদস্য ও কর্মীর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন।

আপনার ও আপনার নবজাত সন্তানের সুস্থ্য জীবন ও আপনার একটি সুন্দর ভবিষ্যৎ কামনায়,

এড. ইউ.এম. হাবিবুন নেসা
সভানেত্রী


Pin It on Pinterest

Share This