Select Page
২০১৯-০৪-২৪
নাসরীন হক এর ১৩ তম মৃত্যু বার্ষিকী “সুদিনের প্রত্যাশায়, তোমাকে”

১১ বৈশাখ ১৪২৬/২৪ এপ্রিল ২০১৯ সন্ধ্যা ৭.১৫ মিনিটে ছায়াটন মিলনায়তনে নারী আন্দোলন ও মানবাধিকার কর্মী নাসরীন হক এর ১৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে “সুদিনের প্রত্যাশায়, তোমাকে” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নাসরীন হক সম্পর্কে পাঠ করেন নারীপক্ষ’র সদস্য রেহানা সামদানী। ‘তুমি কি কেবলই ছবি’ এবং ‘ঐ মহাসিন্ধুর ওপাড়’ গান পরিবেশন করেন জাকির হোসেন তপন, ‘ভাল আছি ভাল থেকো’ এবং ‘সেদিন আর কত দুরে’ গান পরিবেশন করেন বর্ণা চৌধুরী। সুলতানার স্বপ্ন নাট্যাংশে অভিনয় করেন লুসী তৃপ্তি গোজেম ও কোহিনুর আখন্দ। ‘আমি মারের সাগর পাড়ি দেব’ গান পরিবেশন করেন সেজুঁতি বড়ুয়া, এরপর ‘অসময়ে চলে যাওয়া’ কবিতা আবৃত্তি করেন নারীপক্ষ’র সদস্য নাজমুন নাহার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধি শিক্ষার্থী – তৃষ্ণা, লিপি, রিয়াদ ও পাভেল অভিনয় করেন ‘আমিও বিশেষ যোগ্য’ নাট্যাংশে। তসলিমা নাসরীন এর কবিতা ‘১৫০০ সাল’ আবৃত্তি করেন ইকবাল হোসেন। রবীন্দ্র নাথ ঠাকুরের চীত্রাঙ্গদা থেকে ‘নহি দেবী নহি সামান্যা নারী’ অংশবিশেষ নাচ পরিবেশন করেন অর্ণ কমলিকা এবং নাচের সাথে গান পরিবেশন করেন সেজুতি বড়ুয়া। সবশেষে মামলার বর্তমান অবস্থা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন কামরুন নাহার।

Pin It on Pinterest

Share This