Sex Workers and Allies South Asia (SWASA) এর প্রতিনিধিদের সাথে  সভা 

গত ১১ শ্রাবণ ১৪২৯/২৬ জুলাই  ২০২২  "যৌনকর্মীদের অধিকার আন্দোলন শক্তিশালীকরণ' প্রকল্প এর আঞ্চলিক সমন্বয়কারী সংগঠন Sex Workers and Allies South Asia (SWASA) এর প্রতিনিধিদের সাথে একটি সভা অনুষ্ঠিত হয়।  

সভায় প্রকল্পটির বাংলাদেশের বাস্তবায়নকারী সংগঠন নারীপক্ র সদস্যবৃন্দ, সেক্স ওয়াকার্স নেটওয়ার্ক এর সদস্যবৃন্দ এবং প্রকল্পটির বাংলাদেশের যৌনকর্মীদের উপর গবেষনার দায়িত্বে পারসা সানজানা সাজিদ উপস্থিত ছিলেন।